নিজের স্বামীকে যদি খুন করতে পারেন, তা হলে নিজের কন্যার ক্ষতি করতে একটুকুও হাত বা হৃদয় কাঁপবে না। পুত্রবধূ মুস্কানের বিরুদ্ধে ক্ষোভ উগরে নাতনি পিহুকে নিজেদের হেফাজতে রাখার আর্জি জানালেন নিহত মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুতের বাবা-মা।
মুস্কানের কঠিনতম শাস্তির আর্জি জানিয়ে সৌরভের মা রেণু রাজপুত বলেন, ‘‘পিহু আমাদের নাতনি। ওর দেখাশোনা করার অধিকার রয়েছে আমাদের। যে মহিলা নিজের স্বামীকে খুন করতে পারে, এই ছোট্ট শিশুটির যে ক্ষতি করবে না, তার কোনও নিশ্চয়তা নেই। ঘটনার পর থেকে নাতনিকে নিজেদের কাছে পাইনি। আমরা ওকে নিজেদের কাছে আগলে রাখতে চাই।’’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে মুস্কান এবং তাঁর প্রেমিক সাহিলের কঠিনতম শাস্তির আর্জি জানিয়েছেন রেণু। তাঁর দাবি, অভিযুক্তদের এমন শাস্তি দেওয়া হোক, যাতে আগামী দিনে এ ধরনের কাজ করার সাহস না দেখাতে পারেন কেউ।
সৌরভের মায়ের প্রশ্ন, ‘‘কী ভাবে এ কাজ করতে পারল মুস্কান? স্বামীকে খুন করে দিব্যি ঘুরতে চলে গেল! এতটা সাহস পেল কোথা থেকে?’’ এর পরই রেণু সন্দেহ প্রকাশ করেন যে, এই কাজ একা মুস্কান করতে পারেন না। সৌরভের খুনে আরও অনেকে জড়িত। যাঁরা যাঁরা এই ঘটনায় জড়িত তাঁদের যেন ফাঁসি হয়, সেই আর্জিও জানিয়েছেন রেণু। তাঁর কথায়, ‘‘আমার ছেলেকে যারা এ ভাবে মারল তাদের ফাঁসিতে ঝোলানো হোক। মোদীজি এবং যোগীজির কাছে আমি ন্যায়বিচার প্রার্থনা করছি। সিআইডি হোক বা সিবিআই, যে কোনও সংস্থাকে দিয়ে তদন্ত করানো হোক। কী ঘটেছিল তার খুঁটিনাটি জানতে চাই। কেন আমার ছেলেকে খুন হতে হল?’’
সৌরভের মায়ের আরও প্রশ্ন, ‘‘যদি আমার ছেলে কোনও গুরুতর সমস্যায় পড়ত, তা হলে আমাকে কিছু জানাত। ৩ মার্চ রাতে বাড়িতে এসেছিল ছেলে। কিন্তু কিছুই বলেনি।’’ গত ৪ মার্চ রাতে সৌরভকে খুনের অভিযোগ ওঠে তাঁর স্ত্রী মুস্কান এবং প্রেমিক সাহিলের বিরুদ্ধে। সেই ঘটনায় দু’জনকেই গ্রেফতার করেছে পুলিশ।