যদিও এই ঘটনায় কেউ আহত হয়নি। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
বেঙ্গালুরুর ম্যাজেস্টিক এলাকায় ভেঙে পড়ল একটি নির্মীয়মান বাড়ি। মঙ্গলবার রাত ১০টা নাগাদ এই ঘটনাটি ঘটেছে। যেখানে এই বাড়িটি ভেঙে পড়েছে, সেখানে আগে ছিল কাপালি থিয়েটার। সেই থিয়েটার ভেঙে ফেলার পর তৈরি করা হচ্ছিল মাল্টিপ্লেক্স। সেই কাজই চলছিল সেখানে। যদিও এই ঘটনায় কেউ আহত হয়নি।
জানা গিয়েছে, এই মাল্টিপ্লেক্সের ভিত কাটার সময় আশেপাশের বহুতলে ফাটল দেখা দেয়। যার জেরে এলাকা আগেই ফাঁকা করেছিলেন সেখানকার পুর কর্তৃপক্ষ। আগামী মাসে এই নির্মীয়মান বহুতলটি ভেঙে ফেলার কথা ছিল। কিন্তু তার আগেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সেটি।
বহুতল ভেঙে পড়ার পর সেখানে উদ্ধারকাজ চালিয়েছে দমকল। দেখুন বহুতল ভাঙার সেই ভিডিয়ো—
Collapse of 4 stroyed building in Majestic ,Bengaluru ... pic.twitter.com/et8eySJPt6
— Dr Prayag H.S (@prayaghs) July 28, 2020
বহুতল ভেঙে পড়া নিয়ে বেঙ্গালুরু বিশ্ববিদ্যালেয়র এক অধ্যাপক বলেছেন, ‘‘আমার মনে হয় বহুতলের মালিক ও কনট্রাক্টর ভূবিদের পরামর্শ না নিয়ে এই বহুতল তৈরি করছিলেন। এটা দেখে সাধারণ মানুষের চোখ খোলা উচিত। বহুতল তৈরির আগে সেখানকার মাটি পরীক্ষা করা ও ভূবিদের পরামর্শ নেওয়া প্রয়োজন।’’
#WATCH Karnataka: A three-storied building behind an under construction site in Majestic area of Bengaluru collapsed yesterday; no casualties reported. pic.twitter.com/FYeiMnbrEw
— ANI (@ANI) July 28, 2020
আরও পড়ুন: মুম্বইয়ের বস্তির ৫৭ শতাংশ বাসিন্দাই করোনা আক্রান্ত! জানাল সমীক্ষা
আরও পড়ুন: টেস্ট বেশি, সংক্রমণের হার কম, দেশের করোনা চিত্রে স্বস্তির ইঙ্গিত?
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy