একটু জন্য বাঁচল প্রাণ। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
তিনি সাপ ধরার বিশেষজ্ঞ। কিন্তু আর একটু হলেই কিং কোবরা ধরতে গিয়ে প্রাণ যেত তাঁর। কী ভাবে ওই বিষধর সাপের ছোবল থেকে বাঁচলেন, সেই ভিডিয়ো সম্প্রতি টুইটারে শেয়ার করেছে সংবাদ সংস্থা এএনআই। কর্নাটকের শিবামোগ্গাতে তোলা এই ভিডিয়ো দেখে শিউরে উঠছেন নেটাগরিকরা। পৃথিবীর সবচেয়ে লম্বা বিষাক্ত সাপের কামড় থেকে যে ভাবে ওই ব্যক্তি বেঁচেছেন, তা নিয়েই বেড়েছে আগ্রহ।
ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি জলাশয়ের ধারে কিং কোবরা ধরছেন দুই স্নেক ক্যাচার। তাঁদের মধ্য এক জন সাপটির লেজ ধরে রয়েছেন। অপর জন লাঠি নিয়ে সাপটির থেকে দূরত্ব রেখে সামনের অংশ ধরার চেষ্টায় রয়েছেন। জলের পাশে একটি গাছের গুঁড়ির উপর দাঁড়িয়ে সেই দু’জনে। কিন্তু সামনে থেকে ধরতে গিয়ে কোবরার পাল্টা আক্রমণে বেসামাল হয়ে পড়লেন ওই ব্যক্তি। ছোবল দেবে প্রায় এ রকম মুহূর্তে অপর ব্যক্তি সাপটির সামনে অংশ ধরলেন। কোনও মতে বিষাক্ত ছোবল থেকে বাঁচলেন অন্য জন।
কিং কোবরা বিশ্বের বিষধর সাপের মধ্যে অন্যতম। এর বিষ খুব দ্রুত কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে বিকল করতে পারে। এ রকম সাপের ছোবল থেকে প্রাণ বাঁচার ভিডিয়ো ইতিমধ্যেই দেখা হয়েছে ১.২৫ লক্ষ বারেরও বেশি। ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের অফিসার পারভিন কাসওয়ান ভিডিয়োটি শেয়ার করে লিখেছেন, ‘বিশেষজ্ঞের দিনটা ভাল ছিল। এটা কিং কোবরা’।
#WATCH | A reptile expert narrowly escapes being bitten by a Cobra snake while trying to catch the animal
— ANI (@ANI) January 12, 2021
Shivamogga, #Karnataka pic.twitter.com/czTc7Zv7pu
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy