বরফে ঢাকা শ্রীনগর শহর। টুইটার থেকে নেওয়া ছবি।
এক ঝলকে দেখলে মনে হতে পারে, সুইৎজারল্যান্ড বা ইউরোপের অন্য কোনও পাহাড়ি এলাকায় তুষাপপাত চলছে। তা কিন্তু নয়। এটা ভূস্বর্গ কাশ্মীর! রেল মন্ত্রক তাদের ভেরিফায়েড টুইটার হ্যান্ডলে শ্রীনগর স্টেশনে তুষারপাতের এমনই ২টি ভিডিয়ো পোস্ট করেছে।
রেল মন্ত্রক টুইটারে শ্রীনগর স্টেশনে বরফ সরানোর যে ২টি ভিডিয়ো পোস্ট করেছে সেখানে দেখা যাচ্ছে, রেল লাইনের উপর এক ফুটের বেশি বরফ জমে রয়েছে। একটি বিশেষ রেল ইঞ্জিনের সাহায্যে সেই বরফ সরিয়ে ট্র্যাক পরিষ্কার করার কাজ চলছে।
One of the most spectacular view this winter!
— Ministry of Railways (@RailMinIndia) January 9, 2021
Srinagar Railway station- encompassed by Nature's snow blanket & Track Maintenance operations underway to clear the snow from the railway tracks. pic.twitter.com/uE4OzXZyeV
ভিডিয়ো ২টি ৯ জানুয়ারি টুইটারে পোস্ট করেছে রেল মন্ত্রক। ‘বরফের কম্বল’ সরানোর ২৩ সেকেন্ড এবং ৫৪ সেকেন্ডের ভিডিয়ো ২টি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। একটি প্রায় ৩৩ হাজার এবং অন্যটি প্রায় ১৫ হাজার ভিউ পেয়েছে। সেই সঙ্গে সমানে পড়ছে লাইক। আর এমন দৃশ্যের প্রশংসা করতে ভোলেননি নেটাগরিকরা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy