লাঠি দিয়ে বাঁশি বাজাচ্ছেন পুলিশ কনস্টেবল। ছবি টুইটার ভিডিয়োর দৃশ্য।
বিক্ষোভকারীদের সরাতে বা আসামীদের ঠাণ্ডা রাখতে পুলিশের অন্যতম হাতিয়ার হল লাঠি। কিন্তু আসামীদের জব্দ করার বদলে সেই লাঠি যদি শোনায় বাঁশির মনমোহিনী সুর? ঠিক যেমনটা হয়েছে কর্ণাটকের হুবলি রুরাল পুলিশ স্টেশনের হেড কনস্টেবল চন্দ্রকান্ত হুটগির হাতে। ডিউটির জন্য ফাইবারের ফাঁপা লাঠিকে ব্যবহার করেই অবসর সময়ে বাঁশি বাজান তিনি।
চন্দ্রকান্তের এই বিরল প্রতিভাকে নেটিজেনদের সামনে এনেছেন বেঙ্গালুরুর অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল অফ পুলিশ ভাস্কর রাও। পুলিশের লাঠি ব্যবহার করে ৫২ বছরের পুলিশ কনস্টেবল চন্দ্রকান্তের বাঁশি বাজানোর ভিডিয়ো আপলোড করেছেন টুইটারে। ওই ভিডিয়ো পোস্ট করে তিনি লিখেছেন, ‘লাঠিকে বাঁশি হিসাবে ব্যবহার করছেন হুবলি পুলিশ স্টেশনের হেড কনস্টেবল চন্দ্রকান্ত হুটগি। আমরা তাঁর জন্য গর্বিত।’
সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়ার পরই ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। লাঠিকে ব্যবহার করে বাঁশি বাজানোর ঘটনায় চন্দ্রকান্তের প্রতিভায় আপ্লুত হয়েছেন নেটিজেনরা। বর্তমানে সারা দেশজুড়েই পুলিশ ব্যবহার করে ফাইবারের তৈরি ফাঁপা লাঠি। বাঁসের বা বেতের লাঠির চল এখন আর নেই বললেই চলে। ফাইবারের সেই লাঠিকেই বাঁশি দিয়েই মিঠে সুর তুলে কাজের আনন্দ খুঁজে নেন ওই কনস্টেবল।
দেখুন লাঠি দিয়ে কেমন সুর তুলেছেন চন্দ্রকান্ত-
Chandrakant Hutgi, Head Constable from Hubli Rural Police station has converted his Deadly Fiber Lathi into a Musical Instrument... we are proud of him... pic.twitter.com/gyZWhk1lkb
— Bhaskar Rao IPS (@deepolice12) May 28, 2019
আরও পড়ুন: বিয়ের পর টাকা-গয়না নিয়ে পুরোহিতের সঙ্গে পালাল কনে!
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy