বাঁশি বাজাচ্ছেন ইসরোর বিজ্ঞানী। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির মিটিং ছিল সম্প্রতি। বেঙ্গালুরুতে ইসরোর স্যাটেলাইট সেন্টারে হয়েছে সেই মিটিং। সেই মিটিংয়ের শেষে বাঁশি বাজিয়েছেন ইসরোর এক বিজ্ঞানী। তাঁর বাঁশির সুরেই এখন মজেছেন নেটিজেনরা।
মহাকাশ বিজ্ঞানীর বাঁশি বাজানোর ভিডিয়োটি নিজের টুইটার হ্যান্ডল থেকে শেয়ার করেছিলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। যা ইতিমধ্যেই দেখে ফেলেছেন প্রায় ৩৭ হাজার ইউজার।
সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, ইসরো প্রধান কে শিবনকে। তাঁর পাশেই বসেছিলেন পি কুনহিকৃষ্ণান। তিনি ইসরোর ইউ আর রাও স্যাটেলাইট সেন্টারের ডিরেক্টর। শিবনের পাশে বসেই মিটিংয়ের শেষে বাঁশি বাজাতে দেখা যাচ্ছে কুনহিকৃষ্ণানকে। গালে হাত দিয়ে তা মন দিয়ে শুনছেন কুনহিকৃষ্ণান।
‘ভাতাপি গণপতিম ভাজের’ বিখ্যাত সুর সে দিন বাজিয়েছিলেন ওই বিজ্ঞানী। সেই সুরেই এখন মজেছে নেটদুনিয়া। দেখুন সেই ভিডিয়ো—
The Parliamentary Standing Committee ended it's last meeting at ISRO with a flute performance by the Director of its Satellite Centre in Bengaluru, P. Kunhikrishnan, who is also a professional flute player! He played the evergreen Vatapi Ganapatim Bhaje. Sharing a snippet. pic.twitter.com/AkwwPh9oZY
— Jairam Ramesh (@Jairam_Ramesh) December 29, 2019
আরও পড়ুন: সুখোই, রাফালের ভিডিয়ো দিয়ে সকলকে নববর্ষের শুভেচ্ছা ভারতীয় বায়ুসেনার
আরও পড়ুন: উদ্ধবের সমালোচনা করায় ব্যক্তির গায়ে কালি ঢাললেন শিবসেনা সমর্থকরা, দেখুন ভিডিয়ো
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy