‘আওয়ারা’ ছবির গানে চাচার নাচ। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
আওয়ারা ছবির গানে মনের আনন্দে নাচছেন বৃদ্ধ চাচা। সম্প্রতি সেই ভিডিয়ো নিজের টুইটার হ্যান্ডল থেকে শেয়ার করেছেন ভারতীয় শিল্পপতি হর্ষ গোয়েঙ্কা। যা ইতিমধ্যেই দেখে ফেলেছেন প্রায় ২০ হাজার ইউজার। বৃদ্ধ বয়সেও ওই ব্যক্তির নাচ অনুপ্রেরণা যোগাচ্ছে নেটিজেনদের।
ভাইরাল হওয়া সেই ভিডিয়োতে ওই বৃদ্ধ নাচছেন ‘আওয়ারা’ ছবির ‘ঘর আয়া মেরা পরদেশি’ গানে। ১৯৫১ সালে মুক্তি পেয়েছিল এই ছবি। সেই ছবিতে মুখ্য ভূমিকায় ছিলেন রাজ কপূর ও নার্গিস। সেই গানেই একটি পারিবারিক অনুষ্ঠানে নাচছিলেন ওই চাচা।
ভিডিয়োটি শেয়ার করে হর্ষ গোয়েঙ্কা লিখেছেন, ‘বয়স হয়ে গিয়েছে বলে নাচ থামানো উচিত নয়। বরং নাচ থামালেই বৃদ্ধ হয়ে যাবেন আপনি। এই চাচাকে দেখুন।’ ভারতীয় শিল্পপতির এই কথার সঙ্গে এক মত হয়েছেন নেটিজেনরাও।
দেখুন সেই ভিডিয়ো—
You don't stop dancing because you grow old, you grow old because you stop dancing. Look at chacha jaan! pic.twitter.com/DkDkyxEZFG
— Harsh Goenka (@hvgoenka) December 13, 2019
আরও পড়ুন: স্বামীর সহকর্মীর যোগসাজশে গণধর্ষিতা ওড়িশার মহিলা
আরও পড়ুন: বাহিনীর এই ‘যোদ্ধা’র অভিবাদনে মেতেছেন সেনা অফিসাররা
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy