মুম্বইয়ে ছাদ ভেঙে ঘরে হরিণ। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
চিতাবাঘের তাড়া খেয়ে প্রাণ বাচাঁতে মুম্বইয়ের লোকালয়ে চলে এসেছিল একটি হরিণ। সেখানকার একটি বাড়ির ছাদে উঠে পড়েছিল সে। তার পর ছাদের চাল ভেঙে ঘরে পড়ে যায় সে। সেখানেই গুটিসুটি মেরে বসেছিল হরিণটি। ছাদ ভাঙার আওয়াজে ঘুম ভেঙে যায় ওই ঘরের বাসিন্দাদের। তারপর হরিণ দেখেই সেখানকার বাসিন্দার চক্ষু তো ছানাবড়া। রবিবার রাতে এ রকমই ঘটনা ঘটেছে মুম্বইয়ের পোয়াইয়ের বস্তি এলাকায়।
রবিবার রাত দেড়টা নাগাদ ফোন যায় বনবিভাগের কর্মীদের কাছে। তার পর তাঁরা এসে উদ্ধার করেন সেই হরিণটিকে। বনবিভাগের এক অফিসার জানিয়েছেন, সম্ভবত চিতাবাঘের তাড়াতেই লোকালয়ে চলে চলে এসেছিল হরিণটি।
এই ঘটনার ছবি-ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে সময় লাগেনি। সেই ছবি-ভিডিয়োতে দেখা যাচ্ছে, ঘরের মধ্যে গুটিসুটি মেরে রয়েছে হরিণটি। ঘরে রান্নার ওভেন, থালা বাসন, টিভি সবই রয়েছে। সে সবের পাশেই বসে রয়েছে হরিণটি। দেখুন সেই ভিডিয়ো—
Oh deer! A deer fell through a roof of house in Hanuman Tekdi slum today midnight at 1.30am, Powai. It seems a leopard was trying to chase the deer & on run entered slum.
— Streetdogsofbombay #Feedastrayeveryday (@streetdogsof) May 10, 2020
The deer has been rescued and taken to SGNP.#Mumbai #animals@TheJohnAbraham @AnushkaSharma @sonamakapoor pic.twitter.com/qir4ZbZfql
বনবিভাঘের অফিসার জানিয়েছেন, হরিণটিকে উদ্ধার করে সঞ্জয় গাঁধী জাতীয় উদ্যানে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তার প্রাথমিক চিকিৎসা করা হয়েছে। হরিণ ঢোকার সময় ওই বাড়িতে পাঁচজন সদস্য ঘু্মোচ্ছিলেন। যদিও এই ঘটনায় তাঁদের কোনও ক্ষয়ক্ষতি হয়নি।
আরও পড়ুন: ২৪ ঘণ্টায় ৪,২১৩! দেশে করোনা আক্রান্তের সংখ্যায় বিরাট লাফ
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy