ট্রাফিক ফাইন এড়ানোর অভিনব উপায়। অলঙ্করণে তিয়াসা দাস।
মোটর ভেহিকেল (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০১৯ কার্যকর হওয়ার পর থেকেই ট্রাফিক জরিমানা নিয়ে গেল গেল রব। কোথাও বাইক-আরোহীর জরিমানা হয়েছে ২৩ হাজার টাকা তো কোথাও অটোর জরিমানা হয়েছে ৪৩ হাজার টাকা। জরিমানার এই অস্বাভাবিক অঙ্ক নিয়ে আলোচনায় সরগরম সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্ম। এরই মধ্যে সম্প্রতি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ভিডিয়ো। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, ট্রাফিক জরিমানা এড়ানোর ‘দেশি’ উপায়।
‘ট্রাফিক জরিমানা এড়ানোর অভিনব উপায়’ ভিডিয়োটি গত মঙ্গলবার নিজের টুইটার হ্যান্ডল থেকে পোস্ট করেছেন আইপিএস অফিসার পঙ্কজ নইন। তার পরই নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। সেই ভিডিয়ো পোস্ট করে তিনি লিখেছেন, ‘ট্রাফিক চালান এড়ানোর অভিনব উপায়।’ তার পরই জনগণের উদ্দেশে তাঁর সতর্কবার্তা, ‘এই পরিস্থিতি এড়াতে ট্রাফিক আইন মেনে চলুন।’
ভাইরাল হওয়া সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, ট্রাফিক সিগন্যালের কাছে দাঁড়িয়ে আছে পুলিশ। আর সেই ট্রাফিক পুলিশের জরিমানার হাত থেকে বাঁচতে হেলমেটহীন এক দল বাইক আরোহী নিজেদের বাইক না চালিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছেন। কারণ, হেমলেট না পরে বাইক চালানো অপরাধ, কিন্তু বাইক হাঁটানো নয়! আর জরিমানা এড়াতে এই পন্থা বেশ মনে ধরেছে নেটিজেনদের। এই ভিডিয়ো দেখে মজাদার মন্তব্যে তাঁরা ভরিয়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্ম।
This is hilarious.
— Pankaj Nain IPS (@ipspankajnain) September 3, 2019
Innovative ways to avoid traffic challans
☺️☺️
Pls follow traffic rules to avoid such situations #MotorVehiclesAct2019 pic.twitter.com/hh7c1jWC80
আরও পড়ুন: মুম্বইয়ের বহুতলে ‘জলপ্রপাত’! কী করে তৈরি হল জানেন?
আরও পড়ুন: মা-মেয়ের তৎপরতায় ধরা পড়ল ছিনতাইবাজ, তার পর চলল গণধোলাই! ভিডিয়ো ভাইরাল
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy