বাঁশে উঠে পতাকা হলেন যুবক। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
পা নেই কিন্তু ইচ্ছাশক্তিকে দমিয়ে রাখতে পারেনি প্রতিবন্ধকতা। পা না থাকা সেই যুবকের কাণ্ড ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। আর তা দেখেই ওই যুবককে কুর্নিশ করছেন সকলে।
সোমবার সকালে ওই যুবকের ভিডিয়ো নিজের টুইটার হ্যান্ডল থেকে শেয়ার করেছেন ভারতীয় ব্যবসায়ী আনন্দ মহীন্দ্রা। সেখানে দেখা যাচ্ছে, রেলিংয়ের গায়ে বাঁধা আছে একটি বাঁশের টুকরো। সেই বাঁশ বেয়ে তরতর করে উঠে গেলেন ওই যুবক। তার গায়ের টি-শার্ট ভারতের পতাকার আদলে তৈরি। বাঁশের একেবারে উপরে উঠে দু’ হাত দিয়ে ঝুলতে থাকেন তিনি। বাঁশ ধরে ওই যুবক এমনভাবে ঝুলছেন, দেখে মনে হচ্ছে বাঁশের উপর জাতীয় পতাকা উড়ছে।
টুইটারে শেয়ারের পর এই ভিডিয়ো দেখা হয়েছে আড়াই লক্ষেরও বেশি বার। দেখুন সেই ভিডিয়ো—
Would have posted this yesterday but I received it only this morning. However it’s never too late to see something that inspires us; something that makes us stop feeling sorry for ourselves; something that reminds us that having a larger cause enables us to do great things... pic.twitter.com/HrU4FGA5ZV
— anand mahindra (@anandmahindra) January 27, 2020
আরও পড়ুন: আগুন দিয়ে চুল কাটার ভিডিয়ো দেখা হল ৪৩ লক্ষ বার!
আরও পড়ুন: হাত নেই, পা দিয়েই ক্যারম খেলেন এই যুবক! দেখুন ভিডিয়ো—
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy