শাড়ি পরে সাপ ধরছেন নির্ঝরা। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
স্বামীর সঙ্গে বিয়ে বাড়ি যাবেন বলে শাড়ি পরে তৈরি। সাজগোজ চলছে। এমন সময় এল ফোন। জানতে পারেন কারও বাড়িতে সাপ ঢুকেছে। সেই বাড়িতে গিয়ে সাপটিকে উদ্ধার করতে হবে। সেই শাড়ি পরা অবস্থাতেই কোনও সরঞ্জাম ছাড়াই গেলেন সেখানে। তার পর শাড়ি পরেই ঘরের কোণে লুকিয়ে থাকা সাপকে উদ্ধার করলেন।
গত বছর এ রকম ঘটনাই ঘটেছিল কর্নাটকের সাপ উদ্ধারকারী নির্ঝরা ছিট্টির সঙ্গে। বিয়ে বাড়ি যাওয়ার আগে শাড়ি পরে সাপ উদ্ধারের ওই ভিডিয়ো দিন কয়েক আগে অজয়িতা নামের এক মহিলা চিকিৎসক শেয়ার করেছেন নিজের টুইটার হ্যান্ডল থেকে। যা ইতিমধ্যেই দেখা হয়েছে প্রায় পাঁচ লক্ষ বার।
ভিডিয়োটি গত বছর ইউটিউবে আপলোড করেছিলেন নির্ঝরা। সেখানে তিনি বলেছিলেন, ‘‘শাড়ির জন্য এই সাপকে ঠিক মতো বাগে আনতে পারছি না।’’ সাপ ধরা তাঁর কাছে ‘জলভাত’ হলেও শাড়ি পরে থাকার জন্য সে দিনের কাজ যে বেশ কঠিন হয়েছিল , সে কথাও জানিয়েছিলেন তিনি। দেখুন কেমন করে লুকিয়ে থাকা সাপকে উদ্ধার করলেন নির্ঝরা—
Virat Bhagini, a snake catcher, was dressed to attend a wedding when she was called to catch a snake in a home. She did it without any special equipment with perfect poise in a saree. pic.twitter.com/uSQEhtqIbA
— Dr. Ajayita (@DoctorAjayita) September 12, 2020
আরও পড়ুন: লাদাখ: সংসদে প্রশ্ন করতে দিল না শাসক শিবির, ওয়াক আউট কংগ্রেসের
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy