হিংসার পর দিল্লির পোড়া পেট্রল পাম্পের সামনে মনমরা কুকুর। ছবি ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।
হিংসার আগুনে পুড়েছে উত্তর-পূর্ব দিল্লি। স্কুল থেকে পেট্রোলপাম্প-- বাদ যায়নি কিছুই। ধর্মান্ধদের সেই হিংসায় মানুষের পাশাপাশি ক্ষতি হয়েছে রাস্তার কুকুরদেরও। তাদেরও প্রাণ গিয়েছে। পুড়ে গিয়েছে থাকার জায়গা।
সে রকমই পুড়েছিল ভজনপুরার একটি পেট্রোল পাম্প। যার জেরে গৃহহীন পড়েছে কয়েকটি রাস্তার কুকুর। এক চিত্রসাংবাদিকের তোলা ছবিতে দেখা গিয়েছিল, ওই পাম্পের মধ্যেই পোড়া গাড়ির সানে মনমরা হয়ে বসে থাকতে একটি কুকুরকে। মুখের সামনে পড়ে থাকা খাবারও ছুঁয়ে দেখছিল না সে। সেই ভীত কুকুরটিকে উদ্ধার করেছেন ববি রামঘরিয়া নামে সেখানকার এক বাসিন্দা।
ওই কুকুরকে উদ্ধার করে তার ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন ববি। উদ্ধার করা ওই কুকুরের ব্যাপারে তিনি এক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘‘এই পেট্রোল পাম্পেই বাচ্চাদের(কুকুরদের) ঘর ছিল। পাঁচজন থাকত তারা। পাম্পের কর্মীরাও তাদের খাওয়াত। হিংসার সময় তিন জন পাম্পের ভিতরে থাকায় পুড়ে গিয়েছে। আমি এসে দেখি এক জন খুব আহত। চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়েছে। আর সব দেখে মনমরা হয়ে বসে আছে ও।’’
ববি ওই কুকুরটিকে বাড়ি নিয়ে যান। এখন সে সেখানেই আছে। আস্তে আস্তে সে স্বাভাবিক হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
দেখুন পেট্রোল পাম্পে কী ভাবে বসেছিল কুকুরটি—
😓 😓 🐾Agar koi bhajanpura , seelampur side rhta h tho PM me 🐾 🐾Feed this dog 🐾
ববির বাড়িতে কুকুরটি—
Feeling sad ....... 🐾🐾Dara hua h 🐾🐾 🙏🏻🐾🐾🙏🏻 Pz pray sb acha ho aage 🙏🏻🐾🐾🙏🏻
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy