ক্যামেরার আদলে বাড়ি। ছবি টুইটার থেকে নেওয়া।
কর্নাটকের বেলগামের বাসিন্দা রবি হাঙ্গল। ছোট থেকেই ছবি তোলাতে তাঁর প্রবল আগ্রহ। বড় হয়ে পেশা হিসাবে ফোটোগ্রাফিকেই বেছে নিয়েছেন তিনি। সম্প্রতি নিজের বাড়ি বানিয়েছেন তিনি। সেই বাড়ি ডিজাইন করেছেন ক্যামেরার আদলেই।
ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের অফিসার ভৈরব সিংহ নিজের টুইটার হ্যান্ডল থেকে শেয়ার করেছেন রবি হাঙ্গলের বাড়ির ছবি। তার পরই সেই বাড়ির ডিজাইন নিয়ে আলোচনায় মেতেছেন নেটাগরিকরা। বাড়ির পাশাপাশি ফোটোগ্রাফির প্রতি রবির ভালবাসার প্রশংসা করছেন তাঁরা।
৪৯ বছরের রবির বাড়িটি তিনতলা। সেই বাড়ি সামনে থেকে দেখলে মনে হবে, বিশালাকার একটি ক্যামেরা দাঁড় করানো রয়েছে। নির্মল গঙ্গোপাধ্যায় নামের এক টুইটার ব্যবহারকারীর পোস্ট থেকে জানা গিয়েছে, বাড়িটি তৈরি করতে খরচ হয়েছে ৯৫ হাজার ডলার। অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৭১ লক্ষ টাকা। দেখুন সেই বাড়ি ছবি—
Ravi Hongal a #photographer from Belgaum in #Karnataka built a camera-shaped home. And that's not all,he has even named his three sons, #Canon, #Nikon and #Epson. Anything for the love of #photography !
— Vaibhav Singh,IFS (@VaibhavSinghIFS) July 13, 2020
📸: Internet @NikonIndia @adityadickysin @agacorbett @anandmahindra pic.twitter.com/GH5VLrJcPg
তবে ফোটোগ্রাফির প্রতি ভালাবাসা শুধু বাড়ি তৈরির মাধ্যমেই প্রকাশ করেননি রবি। তাঁর তিনটি ছেলে রয়েছে। রবি তাঁর তিন ছেলের নাম রেখেছেন ক্যানন, নিকন, এপসন।
A camera-obsessed photographer from India builds a camera-shaped house! 49-year-old Ravi Hongal has spent over $95,000 building the 3-story house, which looks like a camera in the town of Belgaum in India. pic.twitter.com/uzqThg7dCj
— Nirmal Ganguly (@NirmalGanguly) July 13, 2020
আরও পড়ুন: দেশে করোনা আক্রান্ত ন’লাখ ছাড়াল, ২৪ ঘণ্টায় সংক্রমিত ২৮৪৯৮
আরও পড়ুন: রাজস্থানের উপমুখ্যমন্ত্রীর পদ থেকে পাইলটকে সরিয়ে দিল কংগ্রেস
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy