নিজস্ব চিত্র
জঙ্গলের খুব পরিচিত দৃশ্য। কিন্তু নেটমাধ্যমে সেই দৃশ্য দেখে অনেকেই চমকে গিয়েছে। একটি ভাল্লুকের তাড়ায় পালিয়ে গেল একটি পূর্ণবয়ষ্ক রয়্যাল বেঙ্গল টাইগার? হ্যাঁ, এক বনদফতরের আধিকারিকের ক্যামেরায় ধরা পড়েছে এমনই এক দৃশ্য।
বন দফতরের আধিকারিক সুধা রমেন ভিডিয়োটি শেয়ার করে টুইটারে লিখেছেন, ‘এটি জঙ্গলের খুব পরিচিত দৃশ্য। সাধারণত ভাল্লুক বা ওই জাতীয় প্রাণী বাঘের মতো শিকারি প্রাণীকে নিজের চেহারা বড় করে ভয় দেখাতে চেষ্টা করে। সামনের পা দু’টি তুলে দু’পায়ে খাড়া হয়ে দাঁড়ালেই ভাল্লুকের চেহারা অনেকটা বড় মনে হয়। বাঘের প্রেক্ষিতে সেই চেহারা বড় হওয়ায় বাঘ আর ভাল্লুক শিকারের চেষ্টা করে না।’
এ ক্ষেত্রেও তেমনই ঘটেছে বলে জানিয়েছেন ওই বন দফতরের আধিকারিক। ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি জলাশয়ের পাশে বাঘটি ধীরে ধীরে ভাল্লুকের দিকে এগোচ্ছে। তার মধ্যে হঠাৎই ভাল্লুকটি সামনের পা দু’টি উঁচু করে পিছনের পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে পড়ছে। সামনের পা দু’টি ছড়িয়ে দিচ্ছে, যাতে দেখতে বড় মনে হয়। তাতেই ধীরে ধীরে পিছু হঠছে বাঘটি। শেষে পালাচ্ছে জঙ্গলের মধ্যে। দেখে নিন সেই ভিডিয়োটি।
Sloth bear scaring away a Tiger - not quite a rare thing in the forests!
— Sudha Ramen (@SudhaRamenIFS) July 10, 2021
Most bears (esp mumma bears) do attempt to scare the predator at the first instance by raising it's forelimbs to make them look large in size. This trick worked out for this bear.
Video shared by a senior pic.twitter.com/SIikET7Asm
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy