রেস্তরাঁর এই ছবি ভাইরাল। ছবি: টুইটার থেকে নেওয়া।
আমিষ না নিরামিষ? আনন্দ মহিন্দ্রার পোস্ট করা এক রেস্তরাঁর ছবি দেখে এখন এই প্রশ্নই তুলতে শুরু করেছেন নেটিজেনরা। ভাইরাল হওয়া ছবিতে একটি রেস্তারাঁর মেনু দেখা যাচ্ছে। তাতে যা দাবি করা হয়েছে তা সাধারণ অর্থে অসম্ভব বলে মনে হচ্ছে কিছু নেটিজেনের।
মহিন্দ্রা গ্রুপের চেয়াম্যানের পোস্ট করা ছবিটি, একটি রেস্তরাঁর ছোট বিজ্ঞাপন। যেখানে উপরের দিকে লেখা ‘পিওর ভেজ’। আর তার নীচে নিরামিষ ভোজিদের জন্য কী কী পাওয়া যায় তার তালিকা দেওয়া রয়েছে। তালিকায় রয়েছে, ভেজ ফিস ফ্রাই, ভেজ মটন ধোসা, ভেজ চিকেন রাইস।
এই ছবির পোস্টে আনন্দ মহিন্দ্রা, ইনক্রিডিবল ইন্ডিয়ার কথা বলেছেন। সেই সঙ্গে তিনি দাবি করেছেন, ‘আমিষ, নিরামিষ কী তফাত্, সবই মানসিকতার বিষয়’।
আরও পড়ুন: পিৎজা গরম করতে গিয়ে ‘রান্না’ হয়ে গেল আস্ত সাপ!
আনন্দ মহিন্দ্রা ঘুরিয়ে একটিকে ভারতের কোনও রেস্তরাঁর কথা বললেও, কোথায় এই রেস্তরাঁ, তা উল্লেখ করেননি। তবে এক টুইটার ইউজার ছবি দিয়ে দাবি করেছেন, এই ধরনের খাবার মালয়েশিয়ায় হামেশাই পাওয়া যায়। তিনি একটি মেনু কার্ডের ছবিও টুইট করেছে। যেখানে এমন ‘নিরামিষ’ খাবারের আরও নাম রয়েছে।
আরও পড়ুন: রাস্তা আটকে দাঁড়ানো এক মহিলা ফটোগ্রাফারকে ‘ভদ্রভাবে’ সরিয়ে দিল গজরাজ
এই রেস্তরাঁ ভারতে হোক বা না হোক, আনন্দ মহিন্দ্রার টুইট ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। পাঁচ জানুয়ারি পোস্ট করা ছবিটি এখনও পর্যন্ত প্রায় ন’ হাজার লাইক পেয়েছে। রিটুইট হয়েছে হাজারের বেশি।
দেখুন আনন্দ মহিন্দ্রার পোস্ট:
An example of how Incredible India really is. For millennia we have known how to harness the power of mind over matter. Veg, Non-Veg, what’s the difference? It’s all in the mind...😄 pic.twitter.com/U1x1LEvij6
— anand mahindra (@anandmahindra) January 5, 2020
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy