জোশি আঙ্কল। ছবি: টুইটার থেকে নেওয়া।
লকডাউনে মনে হয় সোশ্যাল মিডিয়ার শক্তি আরও বেশি করে সামনে আসছে। দিন কয়েক আগেই নেটাগরিকদের দৌলতে বিখ্যাত হয়ে যায় দিল্লির বাবা কি ধাবা। একের পর এক সাহায্যের হাত এগিয়ে আসে তার মালিক কান্ত প্রসাদের দিকে। এছাড়াও একাধিক দুঃস্থ, বয়স্ক মানুষের কাহিনি উঠে আসে সোশ্যাল মিডিয়ায়। তাতে সাড়াও দেন নেটাগরিকরা। এবার এক ৮৭ বছরের বৃদ্ধের কাহিনি তুলে ধরলেন এক টুইটার ইউজার।
গৌরী নামের এক টুইটার ইউজার এক বৃদ্ধের ছবি পোস্ট করেছেন। যিনি সম্ভবত কোনও মোবাইলের দোকানের মার্বেল বাঁধানো সিঁড়িতে বসে পেট চালানোর জন্য দু’টো পয়সা আয় করার চেষ্টা করছেন। ছবিতে হাতে একটি ১০ এবং ৫০ টাকার নোট তুলে ধরে রয়েছেন। হয় কারোর কাছ থেকে দাম নিচ্ছেন অথবা টাকা ফেরত দিচ্ছেন। আসলে তিনি পুরনো কাপড়ের তৈরি ব্যাগ বিক্রি করেন।
টুইটের পোস্টে বৃদ্ধকে জোশি আঙ্কল বলে সম্বোধন করা হয়েছে। তিনি ৪০ থেকে ৮০ টাকায় এই ব্যাগগুলি বিক্রি করেন। যার কাপড় তিনি জোগাড় করেন কোনও পুরনো সোফার কভার বা পর্দা থেকে। নিজের হাতেই ব্যাগ সেলাই করে মুম্বইয়ের বোম্বিবলিতে ফাদেকা রোড এলকায় বসে বিক্রি করেন। তাই এমন এক বৃদ্ধের পাশে দাঁড়ানো আবেদন করা হয়েছে টুইটে।
আরও পড়ুন: গর্ভে ৯ মাসের সন্তান নিয়ে দৌড়, সাড়ে ৫ মিনিটে এক মাইল
আরও পড়ুন: ২৫ বছর একই নম্বরে লটারি কেটে বাজিমাত, জ্যাকপটে কোটিপতি পরিবার
দেখুন সেই পোস্ট:
Uncle Joshi age 87 sells bags of Rs 40 to 80.He buys broken pieces of clothes frm sofa and curtain makers.He himself stitches these bags.He sits at Phadeke Road Dombivali,#Mumbai
— Gauri (@ardor_gauri) October 17, 2020
Let's make Joshi Uncle famous & plz don't forget to buy 1 bag from him.🙏 pic.twitter.com/fbI7ZkP2dA
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy