মেঘনাদের বাণের আঘাতে জর্জরিত রাম-লক্ষ্ণণ। শক্তিশেলের ঘায়ে জ্ঞান হারালেন লক্ষ্মণ। রামের নির্দেশে বিশল্যকরণী আনতে হনুমান পৌঁছলেন গন্ধমাদন পর্বতে। এরপর…।
না! রামায়ণের গল্প নতুন করে আপনাকে শোনাচ্ছি না। বরং খবর হল, এই ২০১৬-তেও কোটি কোটি টাকা খরচ করে সেই সঞ্জীবনীর খোঁজ চলছে।
অবাক হচ্ছেন নিশ্চয়ই। কিন্তু ঠিক এটাই হতে চলেছে। খুব শীঘ্র ২৫ কোটি টাকা খরচ করে হিমালয়ের কোলে শুরু হবে সঞ্জীবনীর সন্ধান। আর এই টাকা বরাদ্দ করেছে উত্তরাখণ্ড সরকার। উত্তরাখণ্ডের অলটারনেটিভ মেডিসিন বিভাগের মন্ত্রী সুরেন্দ্র সিংহ নেগি বলেছেন, ‘‘আমরা যদি মন দিয়ে চেষ্টা করি তা হলে সঞ্জীবনী খুঁজে পাবই। আমাদের চেষ্টা বিফলে যাবে না।’’ কেন্দ্রীয় সরকার এই প্রজেক্টের জন্য ফান্ড দিতে অস্বীকার করায় উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। সব কিছু ঠিকঠাক তললে আগামী মাস থেকেই সঞ্জীবনী খোঁজার কাজ শুরু হবে বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, চিন সীমান্তের কাছে দ্রোণগিরি রেঞ্জের দিকেই মূলত খোঁজ চালাবে রাজ্য প্রশাসন। কারণ রামায়ণে উল্লেখ রয়েছে, ঠিক ওই অঞ্চলেই এমন এক ধরনের গুল্ম পাওয়া যায় যা থেকে সঞ্জীবনী তৈরি করা সম্ভব। তাই এ বার উত্তরাখণ্ড সরকারের প্রজেক্ট ‘ফাইন্ড সঞ্জীবনী।’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy