Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Urmila Matondkar

দলে কায়েমি স্বার্থ, তোপ দেগে কংগ্রেস ছাড়লেন ঊর্মিলা মাতন্ডকর

মিলিন্দ দেওরাকে কী নিয়ে চিঠি দিয়েছিলেন ঊর্মিলা? ঊর্মিলার অভিযোগ মূলত, প্রবীণ কংগ্রেস নেতা সঞ্জয় নিরুপম ও তাঁর অনুগামী সন্দেশ কোন্দভিলকর ও ভূষণ পাটিলের বিরুদ্ধে।

কংগ্রেস ছাড়লেন ঊর্মিলা মাতন্ডকর। ছবি: পিটিআই

কংগ্রেস ছাড়লেন ঊর্মিলা মাতন্ডকর। ছবি: পিটিআই

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৯ ১৮:০১
Share: Save:

লোকসভা ভোটের ফল ঘোষণার পর কয়েক মাস কেটেছে। এর মধ্যেই কংগ্রেসে মোহভঙ্গ হল ঊর্মিলা মাতন্ডকরের। দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে কংগ্রেস ছাড়লেন অভিনেত্রী ঊর্মিলা মাতন্ডকর। কেন কংগ্রেস ছাড়লেন ঊর্মিলা? তার কারণ দেখিয়ে বিবৃতিও দিয়েছেন ওই অভিনেত্রী। তিনি বলেছেন, ‘‘গত ১৬ মে তৎকালীন মুম্বই কংগ্রেসের সভাপতি মিলিন্দ দেওরাকে চিঠি দিয়েছিলাম। তার পরেও দলের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তার পর ইস্তফা দেওয়ার ভাবনা আমার মাথায় আসে।’’

মিলিন্দ দেওরাকে কী নিয়ে চিঠি দিয়েছিলেন ঊর্মিলা? ঊর্মিলার অভিযোগ মূলত, প্রবীণ কংগ্রেস নেতা সঞ্জয় নিরুপম ও তাঁর অনুগামী সন্দেশ কোন্দভিলকর ও ভূষণ পাটিলের বিরুদ্ধে। লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসে যোগ দেন ঊর্মিলা। ভোটে মুম্বই উত্তর কেন্দ্র থেকে কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছিলেন তিনি। ফল ঘোষণার আগেই মুম্বইয়ের তৎকালীন কংগ্রেস প্রেসিডেন্ট মিলিন্দ দেওরাকে ওই পত্রবোমা পাঠিয়েছিলেন ঊর্মিলা। তাতে তৃণমূল স্তরের কর্মীদের সঙ্গে নেতাদের সমন্বয়ের অভাব নিয়ে এক রাশ অভিযোগ করেন তিনি। নেতৃত্বের ব্যর্থতার অভিযোগও করেন। প্রসঙ্গত, লোকসভা নির্বাচনে মুম্বইয়ের পাঁচটি আসনেই হার মানতে হয় কংগ্রেসকে।

কিন্তু, মিলিন্দকে পাঠানো ওই চিঠি ফাঁস হয়ে যায়। বিদায় লগ্নে তা নিয়েও বিঁধেছেন ঊর্মিলা। কংগ্রেস নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন ওই অভিনেত্রী। ঊর্মিলা বলেন, ‘‘দলে কায়েমি স্বার্থ ও ক্ষুদ্র দলাদলির রাজনীতিই প্রবল।’’ একই সঙ্গে তাঁর চিঠি ফাঁস করে দেওয়া নিয়েও দেগেছেন ওই অভিনেত্রী। ভবিষ্যতে কি রাজনীতিতে থাকবেন ঊর্মিলা? তা নিয়ে অবশ্য স্পষ্ট উত্তর দেননি অভিনেত্রী। তিনি বলেন, ‘‘আমার সততা ও মর্যাদার সেরাটা দিয়ে মানুষের জন্য কাজ করার চেষ্টা করব।’’

আরও পড়ুন: কাশ্মীর ভারতের অঙ্গ, বলে ফেললেন পাক বিদেশমন্ত্রী​

আরও পড়ুন: মোদীর ১০০ দিনে উধাও বিনিয়োগকারীদের সাড়ে ১২ লক্ষ কোটি টাকা​

অন্য বিষয়গুলি:

Urmila Matondkar Congress Maharashtra Poll Milind Deora Mumbai Congress
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy