Advertisement
০৪ জানুয়ারি ২০২৫
Mujtaba Hussain

পদ্ম সম্মান ফেরাচ্ছেন উর্দু সাহিত্যিক মুজতবা হুসেন

এই মুহূর্তে ধর্মের নামে দেশে বিভাজন তৈরির চেষ্টা চলছে বলেও অভিযোগ তোলেন হুসেন।

মুজতবা হুসেন। ছবি: টুইটার থেকে সংগৃহীত।

মুজতবা হুসেন। ছবি: টুইটার থেকে সংগৃহীত।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৯ ১৯:৪৯
Share: Save:

সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে দেশ জুড়ে বিক্ষোভের মধ্যেই এ বার ‘পদ্মশ্রী’ সম্মান ফেরানোর সিদ্ধান্ত নিলেন প্রখ্যাত উর্দু সাহিত্যিক মুজতবা হুসেন। তিনি বলেন, ‘‘বর্তমানে দেশের যা পরিস্থিতি, তাতে এক মুহূর্তও ওই পুরস্কার বাড়িতে রাখতে চাই না আমি।’’ ২০০৭ সালে প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের হাতে ‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত হন হুসেন।

সংবাদমাধ্যমে হুসেন বলেন, ‘‘পুরস্কার ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কারণ বাড়িতে ওটা আর রাখতেই চাই না আমি। খুব শীঘ্র এই নিয়ে চিঠি লিখব আমি।’’

এই মুহূর্তে ধর্মের নামে দেশে বিভাজন তৈরির চেষ্টা চলছে বলেও অভিযোগ তোলেন হুসেন। তাঁর অভিযোগ, ‘‘নতুন নতুন আইন এনে তা প্রয়োগ করার এত তাড়া কীসের? ঐক্যের পরিবর্তে আজকাল বিভাজন নিয়েই বেশি কথা হচ্ছে। ঐক্য, সম্প্রীতি নিয়ে কেউ কথাই বলতে চান না। প্রত্যেকের মনে ঘৃণা বাসা বাঁধছে। দেশ এটা মেনে নেবে না।’’ আজকের পরিস্থিতির সঙ্গে তুলনা করলে বাবরি মসজিদ ধ্বংসের পরেও দেশে এমন সঙ্কট দেখা দেয়নি বলে মত হুসেনের।

৮৭ বছর বয়সি মুজতবা হুসেন মূলত কৌতুক রচনার জন্যই পরিচিত। উর্দু ভাষায় মোট ২৫টি বই লিখেছেন তিনি। কিন্তু বর্তমানে দেশের যা পরিস্থিতি, তাতে তিনি হাসতে পারছেন না বলে জানিয়েছেন হুসেন। সংবাদমাধ্যমে তিনি বলেন, ‘‘সারাজীবন হাস্যকৌতুক লিখেছি। কিন্তু আজকাল হাসতেই পারছি না আমি। হাসার মতো জায়গাতেই নেই। কৃষকরা আত্মহত্যা করছেন। উৎপীড়নের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। মানুষকে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে। একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে। এ সব দেখে আর হাসতে পারছি না আমি।’’

দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং দেশভাগের সাক্ষী হুসেনের কথায়: ‘‘গাঁধী, নেহরু, মৌলানা আজাদ, অম্বেডকররা স্বাধীনতা এনে দিয়েছিলেন আমাদের। দেশের সংবিধান তৈরি করেছিলেন। বহু বছর ধরে এই গণতন্ত্রকে লালনপালন করে এসেছি আমরা। বর্তমানে তা ধসে পড়ছে। সকাল ৭টায় শপথ নিচ্ছেন কেউ। কোথাও আবার রাতারাতি সরকার গড়ে তোলা হচ্ছে। দেশ জুড়ে ভয়ের পরিস্থিতি তৈরি হয়েছে।’’

অন্য বিষয়গুলি:

Citizenship Amendment Act Mujtaba Hussain CAA Padma Shri
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy