Advertisement
৩০ অক্টোবর ২০২৪
Manipur Violence

অবশেষে মণিপুরের হিংসা নিয়ে সক্রিয় শাহ! ১২ দিন পর ব্যবস্থা নিতে নির্দেশ মুখ্যমন্ত্রীকে

গত ৩ মে অশান্তির সূত্রপাত হয়েছিল মণিপুরে। অভিযোগ সে সময় কর্নাটকের বিধানসভা ভোটের প্রচারে ব্যস্ত থাকায় মণিপুর পরিস্থিতির দিকে নজর দেওয়ার সময় পাননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ।

Union Home Minister Amit Shah held meetings with Manipur CM, and representatives of Meitei, Kuki communities for restoring peace

মণিপুরে হিংসা পরিস্থিতি নিয়ে বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
নয়াদিল্লি শেষ আপডেট: ১৫ মে ২০২৩ ২২:৪৬
Share: Save:

কর্নাটকে বিধানসভা ভোট মেটার পরে মণিপুর পরিস্থিতিতে হস্তক্ষেপ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সরকারি সূত্রের খবর, সোমবার উত্তর-পূর্বাঞ্চলের ওই রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহের সঙ্গে বৈঠক করে হিংসায় জড়িতদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি, মেইতেই এবং কুকি জনগোষ্ঠীর নেতাদের সঙ্গে বৈঠক করে শান্তি বজায় রাখার কথা বলেছেন।

গত ৩ মে জনজাতি ছাত্র সংগঠন ‘অল ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়ন অফ মণিপুর’ (এটিএসইউএম)-এর কর্মসূচি ঘিরে অশান্তির সূত্রপাত হয়েছিল মণিপুরে। অভিযোগ সে সময় কর্নাটকের বিধানসভা ভোটের প্রচারে ব্যস্ত থাকায় মণিপুর পরিস্থিতির দিকে নজর দেওয়ার সময় পাননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ। অবশেষে সোমবার মনিপুরের মুখ্যমন্ত্রী এবং যুযুধান জনগোষ্ঠীর নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন তিনি।

সরকারি রিপোর্ট বলছে, মণিপুরের আদি বাসিন্দা মেইতেইদের সঙ্গে কুকি, জ়ো এবং অন্য কয়েকটি জনজাতি গোষ্ঠীর সংঘর্ষে ইতিমধ্যেই সে রাজ্যে ৭৩ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহতের সংখ্যা প্রায় আড়াইশো। গোষ্ঠীহিংসার জেরে ঘরছাড়া হয়েছেন ২৫ হাজারেরও বেশি মানুষ! প্রসঙ্গত, সম্প্রতি মণিপুর হাই কোর্ট মেইতেইদের তফসিলি জনজাতির মর্যাদা দেওয়ার বিষয়টি নিয়ে রাজ্য সরকারকে বিবেচনা করার নির্দেশ দিয়েছিল। এর পরেই জনজাতি সংগঠনগুলি তার বিরোধিতায় পথে নামে। আর সেই ঘটনা থেকেই সংঘাতের সূচনা হয় উত্তর-পূর্বাঞ্চলের বিজেপি শাসিত ওই রাজ্যে।

অন্য বিষয়গুলি:

Manipur Violence Manipur Amit Shah MHA
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE