কথায় আছে ‘পয়সা থাকলে সব সম্ভব’। কথাটি কতটা সত্যি, সেটার প্রমাণও আছে ভুরি ভুরি। অভিনেতাদের যেহেতু সর্বদাই প্রায় ক্যামেরার সামনে থাকতে হয়, তাই তাঁদের চেহারায় নিত্য ঘষামাজা করতেই হয়। তাই তাঁদের পুরনো ছবির সঙ্গে বর্তমান মেলালে একটু অবাক হতে হয়। কিন্তু কয়েক বছরের ব্যবধানে ভারতের সবচেয়ে ধনী পরিবারের চেহারার পরিবর্তন দেখে চোখ কপালে উঠতে বাধ্য।