বুধবার, মুম্বইতে। ছবি: পিটিআই।
জোট গঠন নিয়ে মহারাষ্ট্রে বিজেপি এবং শিবসেনার স্নায়ুযুদ্ধ অব্যাহত। এই পরিস্থিতিতে আজ রুদ্ধদ্বার বৈঠক করলেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস এবং শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। উপলক্ষ, শিবসেনার প্রতিষ্ঠাতা বাল ঠাকরের জন্মদিনে তাঁর নামে স্মৃতিসৌধ নির্মাণের জন্য জমি হস্তান্তর।
মধ্য মুম্বইয়ে দাদরির সেন্ট্রাল পার্কে বাল ঠাকরের স্মৃতিসৌধের জন্য চিহ্নিত জমিতে ‘বাস্তুপুজো’ এবং ‘গণেশ পুজো’য় আজ উপস্থিত ছিলেন ফডণবীস এবং উদ্ধব। পরে তাঁরা রুদ্ধদ্বার বৈঠকও করেন। তবে শিবসেনার এক নেতার দাবি, ‘‘ওই বৈঠকে রাজনীতি নিয়ে কোনও কথা হয়নি।’’ কিন্তু মহারাষ্ট্রের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ফডণবীস এবং উদ্ধবের বৈঠকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
উদ্ধবের দাবি, লোকসভার সঙ্গেই বিধানসভার ভোট হোক এবং শিবসেনাকেই মুখ্যমন্ত্রী-পদ দেওয়ার কথা ঘোষণা করতে হবে। কিন্তু বিজেপি সাড়া দেয়নি। এই পরিস্থিতিতে অনেকেই বলছেন, উদ্ধব-দেবেন্দ্র বৈঠক সম্ভবত অচলাবস্থা কাটানোর একটি পদক্ষেপ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy