স্পাইসজেটের বিমানে এক কর্মীর সঙ্গে যাত্রীর দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। ছবি : টুইটার থেকে।
বিমান বিতর্ক চলছেই। এ বার দিল্লি থেকে হায়দরাবাদে আসা স্পাইসজেটের একটি বিমান থেকে নামিয়ে দেওয়া হল দুই যাত্রীকে। অভিযোগ তাঁদের একজন বিমানেরই এক কর্মীর সঙ্গে দুর্ব্যবহার করেছেন। ঘটনাটির একটি ভিডিয়োও প্রকাশ করেছে সংবাদ সংস্থা এএনআই।
সোমবারের ঘটনা। ভিডিয়োয় দেখা যাচ্ছে, বিমানের এক প্রবীণ যাত্রী চিৎকার করে কথা বলছেন এক মহিলা বিমান কর্মীর সঙ্গে। পাল্টা ওই কর্মী তাঁকে কিছু বোঝানোর চেষ্টা করছেন। কিন্তু তাতেও ওই যাত্রীর চিৎকার থামছে না। শেষে বিমানের অন্য কর্মীরা এসে তাঁদের সহকর্মীকে সরিয়ে নিয়ে যাচ্ছেন। ভিডিয়োটি সামাজ মাধ্যমেও ছড়িয়েছে। এ ব্যাপারে বিমান সংস্থাকে প্রশ্ন করা হলে তারা জানিয়েছে, ওই বিমানযাত্রী এবং তাঁর সহযাত্রীকে বিমান থেকে নামিয়ে দেওয়া হয়। পরে নিরাপত্তাকর্মীদের হাতে তুলে দেওয়া হয় তাঁদের। দু’জনের বিরুদ্ধেই বিমানকর্মীকে হেনস্থা করার অভিযোগ আনা হয়েছে।
#WATCH | "Unruly & inappropriate" behaviour by a passenger on the Delhi-Hyderabad SpiceJet flight at Delhi airport today
— ANI (@ANI) January 23, 2023
The passenger and & a co-passenger were deboarded and handed over to the security team at the airport pic.twitter.com/H090cPKjWV
পরে এ ব্যাপারে স্পাইসজেটের তরফে একটি বিবৃতিও প্রকাশ করা হয়। বিমানসংস্থার মুখপাত্র বলেন, ‘‘দিল্লি থেকে হায়দরাবাদগামী এসজি-৮১৩৩ বিমানে এক যাত্রী বিমানের এক কর্মীর সঙ্গে দুর্ব্যবহার করায় এ নিয়ে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ জানান বিমানেরই কর্মীরা। ঘটনায় ওই অভিযুক্ত যাত্রী এবং তাঁর সহযাত্রীকে বিমান থেকে নামিয়ে নিরাপত্তাকর্মীদের হাতে তুলে দেওয়া হয়েছে। ’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy