রাস্তার ধারে দু’দলের মধ্যে ঝামেলা লাগার মুহূর্ত ছবি: ইউটিউব
মুম্বই স্ট্রিট ফুডের জন্য বিখ্যাত। সেই স্ট্রিট ফুড নিয়েই রাস্তার ধারে ঝামেলা লাগল দু’দলের মধ্যে।
সোমবার ১১ এপ্রিল মুম্বইয়ের পোয়াই-এ শঙ্করাচার্য মার্গ এলাকায় মোমো নিয়ে ঝামেলায় জড়িয়ে পড়ে ওই এলাকারই লোকজন। দু’দলে ভাগ হয়ে গিয়ে তারা সেই ঝামেলাকে মারপিট অবধি টেনে নিয়ে যায়। মারপিট চলাকালীন গাড়িঘোড়া নিয়ে অনেকেই সেই এলাকার উপর দিয়ে যাতায়াত করেছেন কিন্তু কেউ আর ঝামেলায় জড়াতে চাননি।
পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়। দুই দলের লোকেদের থামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আপাতত পুলিশ চার জনকে গ্রেফতার করেছে।
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, এই ঝামেলার পেছনে আসল কারণ ঠিক কী, তা এখনও জানা যায়নি।
মোমো বলতে যেমন সবার আগে দার্জিলিং, সিকিম, নেপাল, তিব্বতের কথা মাথায় আসে, ঠিক তেমনই পাও ভাজি বা ফালুদার নাম শুনলে প্রথমে মুম্বইয়ের নাম মাথায় আসে। তাই মোমো নিয়ে মুম্বইয়ের রাস্তায় ঝামেলা এক অবিশ্বাস্য কাণ্ড।
ঠিক এক বছর আগে উত্তরপ্রদেশের একটি চাটের দোকানেও এ রকম ঝামেলা হয়। নেট মাধ্যমে সেই ভিডিয়োটি বেশ জনপ্রিয় হয়েছিল।
#WATCH Baghpat: Clash breaks out between two groups of 'chaat' shopkeepers over the issue of attracting customers to their respective shops, in Baraut. Police say, "Eight people arrested, action is being taken. There is no law & order situation there."
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) February 22, 2021
(Note: Abusive language) pic.twitter.com/AYD6tEm0Ri
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy