ধাক্কার পর দু’টি মালগাড়ির ইঞ্জিন কাত হয়ে পড়ে আছে। ছবি: সংগৃহীত।
রেললাইন উপড়ে গিয়েছে। দু’পাশে দুমড়েমুচড়ে পড়ে আছে দু’টি রেলইঞ্জিন। দাউ দাউ করে আগুন জ্বলছে। বুধবার এমনই দৃশ্য দেখা গিয়েছে মধ্যপ্রদেশের সিংহপুর রেলস্টেশনের কাছে শাহদোলে। দুই মালগাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে একটি মালগাড়ির চালকের। আহত হয়েছেন আরও দুই সহ-চালক।
রেল সূত্রে খবর, বিলাসপুর থেকে কাটনি যাওয়ার পথে শাহদোল থেকে ১০ কিলোমিটার দূরে একই লাইনে দু’টি মালগাড়ি চলে আসে। ভোর সাড়ে ৬টা নাগাদ মালগাড়ি দু’টি মুখোমুখি সংঘর্ষ হয়। সেই ধাক্কায় পিষে মৃত্যু হয় এক মালগাড়ির চালকের। ইঞ্জিনের ভিতর আটকে পড়েন দু’টি মালগাড়ির সহ-চালকরা। দুর্ঘটনার খবর পেয়েই ছুটে আসেন দক্ষিণ-পূর্ব মধ্য রেলের শীর্ষকর্তারা।
#WATCH | Shahdol, MP: Two goods trains collided with each other near Singhpur railway station. The engines of the trains caught fire after the collision. The drivers have been injured, and two railway workers feared trapped. pic.twitter.com/3cEyCfA7xP
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) April 19, 2023
রেল সূত্রে জানানো হয়েছে, ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক চালকের। আহত হয়েছেন কয়েক জন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কী ভাবে এই দুর্ঘটনা ঘটল, প্রযুক্তিগত ত্রুটি না কি কারও গাফিলতি, সব খতিয়ে দেখা হচ্ছে বলে রেলের এক আধিকারিক জানিয়েছেন। দক্ষিণ-পূর্ব মধ্য রেলের মুখপাত্র বলেন, “একটি মালগাড়ির ৮টি ওয়াগন লাইনচ্যুত হয়ে পাশের লাইনে পড়েছে। ফলে ওই রুটে ১০টি ট্রেন বাতিল করা হয়েছে।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy