—প্রতীকী ছবি।
ছট পুজো সেরে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক পরিবারের দুই সদস্যের। গুলি লেগে ওই পরিবারেরই অন্য চার সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর। সোমবার সকালে বিহারের লক্ষ্মীসরাইয়ের কাবাইয়া থানার অন্তর্গত পঞ্জাবি মহল্লায় ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে খবর, ওই পরিবারের সদস্যেরা সোমবার সকালে ছট ঘাট থেকে প্রার্থনা করে ফিরছিলেন। সেই সময়ই তাঁদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালান আশিস চৌধুরী নামে স্থানীয় এক যুবক। পরিবারের ছ’সদস্যের গায়ে গুলি লাগে। যার মধ্যে দু’জনের মৃত্যু হয়েছে। আহতদের প্রথমে বেগুসরাই হাসপাতালে ভর্তি করানো হয়। আহতদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের পটনায় পাঠানো হয়েছে। প্রেমের সম্পর্কের জেরে গুলি চালানো হয়েছে বলে পুলিশ অনুমান করছে।
VIDEO | Several members of a family were shot in firing at Bihar's Lakhisarai. More details are awaited. pic.twitter.com/4LWy53Wk9J
— Press Trust of India (@PTI_News) November 20, 2023
এই প্রসঙ্গে লক্ষ্মীসরাইয়ের পুলিশ সুপার (এসপি) পঙ্কজ কুমার বলেন, “একটি পরিবারের ছয় থেকে সাতজন সদস্য ছট ঘাট থেকে পুজো করে বাড়ি ফিরছিলেন। সেই সময় আশিস চৌধুরী নামে এক যুবক তাঁদের লক্ষ্য করে গুলি চালান। ছ’জন গুলিবিদ্ধ হয়েছেন। যার মধ্যে দু’জন মারা গিয়েছেন এবং তিন জন গুরুতর আহত হয়েছেন।”
তিনি আরও যোগ করেন, “অভিযুক্ত আশিস ওই পরিবারের এক কন্যাকে বিয়ে করতে চেয়েছিলেন। কিন্তু পরিবারের সদস্যরা রাজি ছিলেন না। আর তাই রাগের বশে অভিযুক্ত গুলি চালিয়েছেন বলে প্রাথমিক তদন্তের ভিত্তিতে অনুমান করা হচ্ছে। কে বা কারা এর জন্য দায়ী, তা খতিয়ে দেখতে আরও বিস্তারিত ভাবে তদন্ত চলছে। খুব শীঘ্রই অভিযুক্তদের গ্রেফতার করা হবে।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy