চলন্ত ট্রেনে উঠতে গিয়ে রেল লাইনে পড়ে গেলেন এক যাত্রী। তাঁর উপর দিয়েই চলে গেল ট্রেন। আঁতকে উঠেছিলেন প্ল্যাটফর্মে দাঁড়ানো সকলে। কিন্তু এক্সপ্রেস ট্রেনটি এগিয়ে যেতেই ফিরে এল স্বস্তি। নাহ্! কিছু হয়নি। সুস্থ রয়েছেন ওই যাত্রী। বিহারের সমস্তিপুর স্টেশনের ঘটনা।
রেল সূত্রে জানা গিয়েছে, ওই যুবক সমস্তিপুর স্টেশন থেকে সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস ধরবেন বলে ঠিক করেছিলেন। চলন্ত ট্রেনে উঠতে গিয়েই বিপত্তি। ট্রেন থেকে পড়ে যান লাইনে। আটকে পড়েন ট্রেন এবং প্লাটফর্মের মাঝের অংশে। ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে (আনন্দবাজার অনলাইন তার সত্যতা যাচাই করেনি)। সেই ভিডিয়োতে দেখা গিয়েছে, ট্রেনটি প্লাটফর্ম ছাড়তেই সকলে উঁকিঝুকি দিচ্ছেন রেললাইনে। দেখা গেল প্লাটফর্মের গা ঘেঁষে পড়ে রয়েছেন যুবক। এর পর কয়েক জন তাঁকে টেনে তোলেন।
এই ঘটনার জেরে এক্সপ্রেস ট্রেনটিও প্লাটফর্ম ছেড়ে একটু দূরে গিয়ে দাঁড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত ছুটে গিয়ে সেই ট্রেনে ওঠেন যুবক।
আরও পড়ুন:
কয়েক সপ্তাহ আগে এই সমস্তিপুর স্টেশনেই কিছু ক্ষণের জন্য ট্রেন চলাচল, কাজকর্ম স্তব্ধ হয়ে গিয়েছিল। নেপথ্যে ছিল কয়েকটি বাঁদর। কলা নিয়ে টানাটানির জেরে একে অন্যকে জিনিসপত্র ছুড়ে মারছিল তারা। তার মধ্যে একটি আটকে যায় ওভারহেড তারে। শর্ট সার্কিট হয়। তার ছিঁড়ে পড়ে যায় ট্রেনের একটি কামরার উপর। বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল, সমস্ত রকম কাজকর্ম।