গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
৫ অগস্ট শেখ হাসিনার পতন এবং পলায়ন। ভারতে আশ্রয়। তার পর এই প্রথম কূটনৈতিক বৈঠকে মুখোমুখি হচ্ছে দিল্লি এবং ঢাকা। সোমবার বাংলাদেশে যাচ্ছেন ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রী। বাংলাদেশের বিদেশসচিব মুহম্মদ জশিম উদ্দিনের সঙ্গে তাঁর বৈঠক হবে ঢাকায়। গণবিপ্লবের ধাক্কায় পট পরিবর্তনের পর বাংলাদেশের বিভিন্ন এলাকায় সংখ্যালঘু নিপীড়নের অভিযোগ পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে। এই অবস্থায় দ্বিপাক্ষিক সম্পর্কের ‘নতুন’ যাত্রাপথে অনেকগুলি বিষয়ই আলোচনায় উঠে আসতে পারে।
দিল্লি-ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে দু’দেশই
ভারত-বাংলাদেশ বিদেশ মন্ত্রক পর্যায়ের (ফরেন অফিস কনসাল্টেশন সংক্ষেপে এফওসি) বৈঠক। সাধারণত এই বৈঠকগুলিতে দ্বিপাক্ষিক বিভিন্ন প্রকল্পের পর্যালোচনা হয়। তবে দু’দেশের সাম্প্রতিক পরিস্থিতি এই বৈঠকের গুরুত্ব বৃদ্ধি করেছে। হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের একাধিক অভিযোগ উঠে এসেছে। রাষ্ট্রদ্রোহের মামলায় সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়েছে। তিনি এখনও জেলবন্দি। সে দেশে সংখ্যালঘুদের নিরাপত্তা এবং চিন্ময়কৃষ্ণের আইনি অধিকারের বিষয়ে সম্প্রতি একাধিক বার সরব হয়েছে ভারত। যদিও বাংলাদেশের দাবি, সে দেশের সংখ্যালঘুরা নিরাপদেই রয়েছেন। পাশাপাশি, হাসিনার ভারতে সাময়িক আশ্রয় নেওয়া নিয়েও সে দেশে অসন্তোষ রয়েছে। তদারকি সরকারের একাধিক উপদেষ্টা এ নিয়ে মন্তব্য করেছেন। রবিবার ঢাকায় ভারতীয় দূতাবাসে বিএনপির জমা দেওয়া স্মারকলিপিতেও হাসিনার ভারতে আশ্রয় নেওয়ার বিষয়ে অসন্তোষ জানানো হয়েছে।
সম্প্রতি আগরতলায় নিরাপত্তা বেষ্টনী পার করে বাংলাদেশের সহকারী দূতাবাসের ভিতরে প্রবেশ করে যান কয়েক জন। তা নিয়ে নতুন করে তপ্ত হয় পরিস্থিতি। সাউথ ব্লক থেকে তৎক্ষণাৎ ওই ঘটনার নিন্দা জানানো হয়। কয়েক জন গ্রেফতারও হয়েছেন। ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভারতবিরোধী স্লোগান উঠেছে। সাম্প্রতিক পরিস্থিতির প্রভাব ভারত-বাংলাদেশ বাণিজ্যের উপরেও পড়ছে বলে মনে করছেন সে দেশের বিদেশ মন্ত্রক। ইউনূসের বিদেশ উপদেষ্টার বক্তব্য, হাসিনার সরকারের পতনের পর থেকে ভারত-বাংলাদেশ সম্পর্কে ‘গুণগত পরিবর্তন’ এসেছে। তাঁরা চাইছেন, এই পরিবর্তনকে মেনে নিয়েই নতুন সম্পর্ক তৈরি হোক। দু’দেশের বাণিজ্যিক সম্পর্ক ছাড়া যোগাযোগ ব্যবস্থাও উঠতে পারে আলোচনায়।
বাশারের পতনের পর ‘নতুন’ সিরিয়া কোন পথে
সিরিয়ায় কি নতুন সরকারের শাসনকাল শুরু হবে? সেই সরকারের মাথায় কে বসবেন? সিরিয়ার পালাবদলে উঠছে এমনই নানা প্রশ্ন। রবিবার সকালেই সিরিয়ার রাজধানী দামাস্কাসে প্রবেশ করেছেন বিদ্রোহীরা। তার পরই রাজধানী ছেড়েছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। তিনি কোথায় আছেন, তা এখনও অজানা। এ হেন পরিস্থিতিতে দামাস্কাসকে ‘স্বাধীন’ শহর বলে দাবি করেছেন বিদ্রোহীরা। বাশার ‘ক্ষমতাচ্যুত’ হয়েছেন বলেও দাবি করছেন তাঁরা। আজ নজর থাকবে সিরিয়ার পরিস্থিতির দিকে।
সংসদের অধিবেশন
সোমবার সংসদের শীতকালীন অধিবেশনে আবারও উঠতে পারে ভারত-চিন কূটনৈতিক সম্পর্কের কথা। গত বুধবার এ নিয়ে সংসদে বক্তৃতা করেছেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। লাদাখে ভারত-চিন সীমান্ত পরিস্থিতি নিয়ে সংসদে আলোচনা চাইছে কংগ্রেস। নতুন পরিস্থিতিতে দু’দেশের কূটনৈতিক সম্পর্কে কৌশলগত এবং অর্থনৈতিক নীতি কী হতে পারে, তা নিয়ে সংসদে বিস্তারিত আলোচনা চাইছে কংগ্রেস। কংগ্রেস শিবির সোমবার এই বিষয়টি নিয়ে আলোচনা চাইলে অন্য বিরোধী দলগুলির কী অবস্থান হবে, সে দিকেও নজর থাকবে আজ। গত সপ্তাহে আদানি প্রসঙ্গে সংসদের মূল প্রবেশপথের সামনে বিক্ষোভ দেখিয়েছে কংগ্রেস। সঙ্গে ছিল আম আদমি পার্টি, শিবসেনা (উদ্ধব), ডিএমকে, আরজেডিও। তবে তৃণমূল শিবির সেখানে ছিল না। আজ ভারত-চিন কূটনৈতিক সম্পর্ক প্রসঙ্গে কংগ্রেস আলোচনা চাইলে, বিরোধীরা কোন পথে এগোবেন, সে দিকে নজর থাকবে।
বিধানসভার শীতকালীন অধিবেশন
তিন দিনের বিরতির পর সোমবার ফের বসছে বিধানসভার শীতকালীন অধিবেশন। সোমবার সপ্তাহের প্রথম দিনের বিধানসভার অধিবেশনের প্রথমার্ধে প্রশ্নোত্তর পর্বের সঙ্গে মুলতুবি প্রস্তাব এবং দৃষ্টি আকর্ষণ পর্ব। দ্বিতীয়ার্ধে পুরসভা সংক্রান্ত একটি বিল নিয়ে আনা হবে। আলোচনায় অংশ নেবেন তৃণমূল ও বিজেপির বিধায়করা।
জেলায় জেলায় বৃষ্টি হবে
একে পশ্চিমি ঝঞ্ঝা সক্রিয়, দোসর হয়েছে নিম্নচাপ। বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার কারণে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, জানিয়েছে হাওয়া অফিস। সোমবার হালকা বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদে। দার্জিলিঙে আগামী কয়েক দিন তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। বৃষ্টি হতে পারে মঙ্গলবার পর্যন্ত। এ ছাড়া, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে সোমবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy