পিপিই কিট পরে হাসপাতালে মুখ্যমন্ত্রী স্ট্যালিন।
চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং কোভিড রোগীদের মনোবল বাড়াতে রাজ্যের হাসপাতাল পরিদর্শনে বেরিয়ে পড়লেন তামিলনাড়ুর নবনির্বাচিত মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। টুইটারে তিনি সেই ছবি পোস্ট করেন। তাতে দেখা যাচ্ছে, পিপিই কিট পরে কোয়মবত্তূরের গভর্নমেন্ট মেডিক্যাল হাসপাতাল ঘুরে ঘুরে দেখছেন তিনি। কথা বলছেন চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের সঙ্গে। করোনা রোগীদের শারীরিক অবস্থার খোঁজও নেন তিনি।
#Covid19 தொற்றால் பாதிக்கப்பட்டு கோவை ESI மருத்துவமனையின் கொரோனா வார்டில் நலம் பெற்று வருபவர்களை PPE Kit அணிந்து சென்று, நேரில் சந்தித்து நலம் விசாரித்தேன்.
— M.K.Stalin (@mkstalin) May 30, 2021
மருந்தோடு சேர்த்து மற்றவர்கள் ஊட்டும் நம்பிக்கையும் ஆறுதலும் நோயைக் குணப்படுத்தும்.
தமிழக அரசு நம்பிக்கை ஊட்டும்! pic.twitter.com/lXNI6oebWI
টুইটারে মুখ্যমন্ত্রী স্ট্যালিন লেখেন, ‘হাসপাতাল পরিদর্শনে যেতে আমায় বারণ করা হয়েছিল। তা সত্ত্বেও হাসপাতালে কোভিড ওয়ার্ড ঘুরে ঘুরে দেখলাম। যাঁরা নিজেদের জীবন বাজি রেখে এই যুদ্ধে ঝাঁপিয়েছে, তাঁদের মনে আশা-ভরসা জোগাতেই সেখানে গিয়েছিলাম। সব সময়ে শুধু ওষুধেই কা়জ হয় না, মনোবল বাড়ানোও জরুরি। রাজ্য সরকার যে তাঁদের পাশে আছে, সেটাই জানাতে গিয়েছিলাম’।
তামিলনাড়ুতে কোভিডে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলা কোয়মবত্তূর। গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে ৩,৬০০ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy