Advertisement
০৫ নভেম্বর ২০২৪
National news

বচসায় বিমান ২০ মিনিট দেরি, এ বার বিতর্কে দোলা

এক সাংসদের উপর থেকে নিষেধাজ্ঞা তোলার দিনেই বিমানের আসন নিয়ে এয়ার ইন্ডিয়ার সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়লেন আর এক সাংসদ। শিবসেনা সাংসদ রবীন্দ্র গায়কোয়াড়ের পর এ বার যাঁকে নিয়ে বিতর্ক, তিনি এ রাজ্যের তৃণমূল সাংসদ দোলা সেন।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০১৭ ১৮:৪৮
Share: Save:

এক সাংসদের উপর থেকে নিষেধাজ্ঞা তোলার দিনেই বিমানের আসন নিয়ে এয়ার ইন্ডিয়ার সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়লেন আর এক সাংসদ। শিবসেনা সাংসদ রবীন্দ্র গায়কোয়াড়ের পর এ বার যাঁকে নিয়ে বিতর্ক, তিনি এ রাজ্যের তৃণমূল সাংসদ দোলা সেন। বিমান কর্মীদের সঙ্গে তুমুল গোলমালে জড়িয়ে পড়েন তিনি। যার ফলে বিমান ছাড়তে ২০ মিনিট দেরি হয়। অসুবিধায় পড়তে হয় যাত্রীদের।

এয়ার ইন্ডিয়া সূত্রে খবর, শুক্রবার দিল্লি থেকে মাকে নিয়ে ইকনমি ক্লাসে কলকাতা ফেরার বিমানে ওঠেন সাংসদ দোলা সেন। তাঁর মা হুইলচেয়ারে ছিলেন। টিকিট অনুযায়ী আপৎকালীন দরজার পাশেই তাঁর মায়ের আসন পড়েছিল। কিন্তু হুইলচেয়ারে কোনও যাত্রীকে ওই আসনে বসানো যাবে না বলে বিমানকর্মীরা তাঁকে জানান। তাঁর মায়ের জন্য বিজনেস ক্লাসে আলাদা আসনের ব্যবস্থাও করা হয়। কিন্তু সেই প্রস্তাবে প্রথমে রাজি হননি তিনি। ওই আসনের টিকিট থাকা সত্ত্বেও কেন তাঁর মাকে সেখানে বসানো যাবে না এই নিয়ে তর্ক জুড়ে দেন তিনি। শেষে অবশ্য বিমান কর্মীদের কথা মতো অন্য আসনে বসানো হয় তাঁর মাকে। কিন্তু ততক্ষণে ২০ মিনিট বিমান উড়তে দেরি হয়ে গিয়েছে।

আরও পড়ুন: রবীন্দ্র গায়কোয়াড়ের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল এয়ার ইন্ডিয়া

কিন্তু টিকিট থাকা সত্ত্বেও কেন তাঁর মাকে ওই আসনে বসতে দেওয়া হল না?

এয়ার ইন্ডিয়ার তরফে জানানে হয়েছে, টিকিট কাটার সময় হুইলচেয়ারের কথা জানাননি সাংসদ দোলা। জানালে ওই আসনের টিকিট তাঁকে দেওয়াই হত না। কারণ হুইলচেয়ারের কোনও যাত্রীকে ওই আসনটি দেওয়ার নিয়ম নেই।

এ দিনের ঘটনাটা ঠিক কী হয়েছিল, তিনি বিমানের কর্মীর সঙ্গে খারাপ ব্যবহার করেছিলেন কি না, বা বিমানকর্মীদের দিক থেকে কোনও ত্রুটি ছিল কি না তা জানার জন্য ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছে ওই বিমান সংস্থা।

ক’দিন আগে, বিজনেস ক্লাসে সাংসদ কুপন থাকা সত্ত্বেও তাঁকে ইকনমি ক্লাসে বসানোয় এক বিমানকর্মীকে ২৫ বার চপ্পল দিয়ে পিটিয়ে শিরোনামে উঠে আসেন শিবসেনা সাংসদ গায়কোয়াড়। এই ঘটনার প্রতিবাদে তার পর তাঁর উপর নিষেধাজ্ঞা জারি করে এয়ার ইন্ডিয়া সহ দেশের আরও ৬টি বিমান সংস্থা। শুক্রবারই দুঃখপ্রকাশ করে অসামরিক বিমান পরিবহন মন্ত্রীকে চিঠি লেখার পর কেন্দ্রের নির্দেশে তা প্রত্যাহার করে এয়ার ইন্ডিয়া। তার কয়েক ঘণ্টার মধ্যেই এই ঘটনা।

অন্য বিষয়গুলি:

Dola Sen MP Air India TMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE