প্রতীকী ছবি।
দাও ফিরে সে ব্যালট বাক্স, লহ এ ইভিএম!
লোকসভা নির্বাচন ব্যালটের মাধ্যমে করার দাবিতে আজ সংসদে সরব হল তৃণমূল। সমর্থন জানাল অন্য বিরোধী দলগুলিও।
ইভিএম-এর পরিবর্তে ব্যালটের মাধ্যমে নির্বাচনের দাবিতে এক বছর ধরেই সরব বিরোধী দলগুলি। বিষয়টি নিয়ে একজোট হয়ে সংসদে ও সংসদের বাইরে পদক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছেন বিরোধীরা। যদিও নির্বাচন কমিশন এ ব্যাপারে কোনও পদক্ষেপ করতে নারাজ। কমিশনের স্পষ্ট বক্তব্য, ইভিএম সম্পূর্ণ ত্রুটিমুক্ত। কারচুপির সুযোগই নেই। উপরন্তু আরও স্বচ্ছতা আনতে ইভিএমের সঙ্গে ভিভিপ্যাট যন্ত্র বসানো হচ্ছে, যা সঙ্গে সঙ্গে দেখিয়ে দেবে ভোট কোন চিহ্নে পড়ল। এর আগে উপনির্বাচনের সময় বিরোধী দলগুলি ইভিএম-কারচুপির অভিযোগ এনেছিল। তার পরেই কমিশন বিরোধী দলগুলিকে ইভিএমে কারচুপি করে দেখানোর চ্যালেঞ্জ দেয়। কিন্তু কেউই কিছু প্রমাণ করতে এগিয়ে আসেনি। তবে বিষয়টি নিয়ে এখনই পিছু হটতে চাইছে না বিরোধীরা। ১৭টি বিরোধী দল যৌথ স্মারকলিপি জমা দেবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy