রেললাইনের উপরে বসে একমনে মোবাইল গেম খেলছিল তিন কিশোর। তিন জনেরই কানে গোঁজা ছিল হেডফোন। বাইরের জগতে কী হচ্ছে না হচ্ছে, সে বিষয়ে কারও খেয়াল ছিল না। আচমকা ট্রেন এসে পড়ায় রেললাইনের উপরেই মৃত্যু হল তিন জনের। তাদের শরীরের উপর দিয়ে চলে গিয়েছে ট্রেনের চাকা।
বিহারের পশ্চিম চম্পারন জেলার ঘটনা। মৃতেরা হল ফুরকান আলম, সমীর আলম এবং হবিবুল্লা আনসারি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তারা তিন জনেই রেললাইনের ধারের বস্তি এলাকার বাসিন্দা। ঠিক কোন পরিস্থিতিতে এমন দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়।
আরও পড়ুন:
প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, বৃহস্পতিবার রেললাইনের একেবারে মাঝবরাবর বসেছিল তিন কিশোর। কানে হেডফোন গুঁজে মোবাইল গেমে বুঁদ হয়ে ছিল তারা। দ্রুত গতিতে ছুটে আসা ট্রেনের শব্দও তাই শুনতে পায়নি। ট্রেন একেবারে কাছে চলে আসার পর আর কিছু করার ছিল না। ফলে তিন জনই একসঙ্গে ট্রেনে কাটা পড়ে।
দুর্ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে যান ওই কিশোরদের পরিবারের লোকজনেরা। দেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান তাঁরা। ঘটনাস্থলে পৌঁছয় রেলপুলিশও। এসডিপিও বিবেক দীপ ঘটনাস্থল থেকে বলেন, ‘‘মৃতদের পরিবারের সঙ্গে কথা বলে ময়নাতদন্তের জন্য তাদের দেহ পাঠানোর ব্যবস্থা করছি। পরিবারের সদস্যদের বয়ানও রেকর্ড করা হবে। কোন পরিস্থিতিতে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হবে।’’