এএফপি-র ফাইল চিত্র।
রাতভর সংঘর্ষে জম্মু-কাশ্মীরের সোপোরে তিন লস্কর জঙ্গিকে খতম করল সেনা। দু’পক্ষের গুলির লড়াইয়ে আহত হয়েছেন এক জম্মু-কাশ্মীর পুলিশের এক কনস্টেবলও।
আরও পড়ুন: সোপিয়ানে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ, হত এক মেজর-সহ দুই সেনা
শুক্রবার বিকালে উত্তর কাশ্মীরের অমরগড় এলাকায় কয়েক জন জঙ্গির লুকিয়ে থাকার খবর পেয়ে সেখানে যৌথ ভাবে তল্লাশি অভিযান চালাচ্ছিল সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশ। কিছু ক্ষণ পরেই চার দিক থেকে ঘিরে ফেলা হয় জঙ্গিদের। সে সময় সেনাদের লক্ষ্য করে গুলি চালাতে থাকে জঙ্গিরা, পাল্টা জবাব দেয় সেনা। রাতভর গুলির লড়াই চলে দু’পক্ষের মধ্যে। সেনা সূত্রে খবর, শনিবার সকালে তিন জঙ্গিকে নিকেশ করেছে তারা। জঙ্গিদের কাছ থেকে প্রচুর বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জম্মু-কাশ্মীর পুলিশের যে কনস্টেবল আহত হয়েছেন, তাঁকে হাসপাতালে স্থানান্তিরত করা হয়েছে। চিকিত্সকরা জানিয়েছেন, তাঁর অবস্থা স্থিতিশীল।
আরও পড়ুন: কাশ্মীরে খতম ৩ জঙ্গি, পাক হানায় হত সেনা
গত ৩ অগস্টে জম্মু-কাশ্মীরের সোপিয়ানে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে দুই সেনা জওয়ান-সহ এক সেনা অফিসারের মৃত্যু হয়। অন্য দিকে, ওই দিনই কাশ্মীরের কুলগামে দুই জঙ্গিকে খতম করেছিল ভারতীয় সেনার নর্দান কম্যান্ড। গত কয়েক দিন আগেই লস্করের শীর্ষ নেতাকে খতম করেছিল সেনা। তার মৃত্যুর পরেই উপত্যকায় নতুন করে উত্তেজনা ছড়ায়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy