Advertisement
২০ নভেম্বর ২০২৪
National News

কাশ্মীরে মৃতেরা আমাদেরই, গভীর শোকাহত মোদী

সাংবিধানিক পরিকাঠামোর মধ্যে থেকেই জম্মু ও কাশ্মীর উপত্যকায় শান্তি ফেরানোর বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপত্যকায় চিরস্থায়ী সমাধান সূত্র খুঁজতে আলাপ-আলোচনার মাধ্যমেই এগোতে হবে বলে সোমবার মন্তব্য করেছেন তিনি।

বৈঠকে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে আলোচনারত জম্মু-কাশ্মীরের নেতারা। ছবি: পিটিআই।

বৈঠকে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে আলোচনারত জম্মু-কাশ্মীরের নেতারা। ছবি: পিটিআই।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২২ অগস্ট ২০১৬ ১৭:৫৮
Share: Save:

সাংবিধানিক পরিকাঠামোর মধ্যে থেকেই জম্মু ও কাশ্মীর উপত্যকায় শান্তি ফেরানোর বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপত্যকায় চিরস্থায়ী সমাধান সূত্র খুঁজতে আলাপ-আলোচনার মাধ্যমেই এগোতে হবে বলে সোমবার মন্তব্য করেছেন তিনি।

জম্মু-কাশ্মীরের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র। রাজ্যের বিরোধী দলের নেতারা এ দিন নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। ওই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, উপত্যকায় এই অস্থিরতার বাতাবরণে নিহত প্রতিটি মানুষই এ দেশের। মাসখানেকের বেশি সময় ধরে অশান্ত জম্মু-কাশ্মীর। উপত্যকার এই অস্থির পরিবেশ নিয়ে যথেষ্ট ব্যথিত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। এ দিন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার নেতৃত্বে বিরোধী দলগুলির নেতারা মোদীর সঙ্গে কাশ্মীরের পরিস্থিতি নিয়ে আলোচনায় বসেন। উপত্যকায় পরিস্থিতি স্বাভাবিক করতে মোদীর কাছে আবেদন জানিয়েছেন তাঁরা।

গত ৮ জুলাই হিজবুল নেতা বুরহান ওয়ানির মৃত্যুর পর প্রতিবাদে অশান্ত হয়ে ওঠে উপত্যকা। পুলিশের সঙ্গে সংঘর্ষে এখনও পর্যন্ত ৭০ জনেরও বেশি বিক্ষোভকারী প্রাণ হারিয়েছেন। মোদী এ দিন বলেন, “পুলিশকর্মী হোক বা যুবসমাজের কেউ, কাশ্মীরে যাঁরা মারা গিয়েছেন, তাঁদের জন্য আমি গভীর ভাবে বেদনাহত। তাঁরা তো আমাদেরই!”

এ দিনের বৈঠকে ওমর আবদুল্লা ছাড়াও হাজির ছিলেন সিপিএম সাংসদ মহম্মদ ইউসুফ তারিগামি, প্রদেশ কংগ্রেস সভাপতি জি এ মির-সহ ন্যাশনাল কনফারেন্সের শীর্ষ নেতারা। উপত্যকায় বিক্ষোভকারীদের ঠেকাতে ছররা বন্দুকের ব্যবহার নিয়েও বিতর্ক তৈরি হয়। ছররার আঘাতে বিক্ষোভকারীদের অনেকেই দ়ৃষ্টিশক্তি হারিয়েছেন। এ দিনের বৈঠক শেষে উপত্যকায় অবিলম্বে ছররা বন্দুক নিষিদ্ধ করা দাবি জানিয়ে মোদীকে স্মারকলিপি দেন তাঁরা।

আরও পড়ুন

কাশ্মীরে অশান্তি পাক মদতেই, ফের দাবি রাজনাথের

অন্য বিষয়গুলি:

Kashmir Modi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy