চুরি করার সেই দৃশ্য ক্যামেরাবন্দি হয়েছে। ছবি সৌজন্য টুইটার।
কথায় আছে, ‘অতি ভক্তি চোরের লক্ষণ’। মধ্যপ্রদেশের জবলপুরে এক মন্দিরে চুরির কায়দা দেখে এই প্রবাদটাই মনে আসবে।
সম্প্রতি জবলপুরের একটি মন্দিরের চুরির ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। চুরির কায়দা এবং চোরের ভক্তি নিয়ে নেটমাধ্যমে বেশ চর্চা হচ্ছে। সিসিটিভি ফুটেজে চোরের কীর্তি ধরা পড়েছে।
A pious thief in village of Jabalpur, first worshiped Goddess Lakshmi in the temple, then stole 3 donation boxes from the temple.
— Crime Reports India (@AsianDigest) August 8, 2022
pic.twitter.com/Y1ePmEmRrV
খালি গায়ে মুখ ঢেকে মন্দিরে ঢুকেছিল চোর। ‘ক্ষমা কোরো’, অনেকটা এই ঢঙে মন্দিরের বিগ্রহের সামনে দাঁড়িয়ে প্রণাম সারল সে। তার পর ধীরে ধীরে প্রণামী বাক্সের দিকে এগিয়ে গেল। কোলে তুলে নিল সেটি। তার পর মন্দির থেকে গায়েব হয়ে গেল।
মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন, শুধু প্রণামী বাক্সই নয়, বিগ্রহের গয়না, মন্দিরের দু’টি ঘণ্টাও চুরি হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে চোরকে চিহ্নিত করার কাজ শুরু করেছে পুলিশ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy