গত সোমবারই অখিল ভারতীয় আখাড়া পরিষদ-এর মুখ্য গুরু নরেন্দ্র গিরির অকস্মাৎ মৃত্যুর খবর পাওয়া যায়। দেশ জুড়েই এই নিয়ে আলোড়ন তৈরি হয়। আত্মহত্যা করেছিলেন তিনি। সুইসাইড নোটে এক মহিলার সঙ্গে তাঁর ছবি বিকৃতি করে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনেছিলেন নরেন্দ্র। এর পিছনে তাঁরই উত্তরসূরি আনন্দ গিরির হাত রয়েছে বলে উল্লেখও করেন।