রাজেশ ও নূপুর তলোয়ার। ফাইল চিত্র।
আরুষি হত্যাকাণ্ডে বৃহস্পতিবার রায় দেবে ইলাহাবাদ হাইকোর্ট। ২০১৩ সালে আরুষি হত্যা মামলায় তার বাবা রাজেশ তলোয়ার এবং মা নূপুরকে যাবজ্জীবন সাজা দেয় সিবিআই আদালত। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ইলাহাবাদ হাইকোর্টে মামলা করেন তলোয়ার দম্পতি। আজ সেই মামলারই রায় ঘোষণা।
আরও পড়ুন:
চাঁদ নামাবেন মোদী! তীক্ষ্ণ হুল রাহুলের
নতুন চপ্পল খুঁজতে এ বার তদন্তে নামল পুলিশ!
২০০৮ সালের ১৬ মে নয়ডার জল বায়ু বিহারে নিজের বাড়িতে খুন হয় কিশোরী আরুষি তলোয়ার। ঘরের ভিতর থেকে তার গলাকাটা দেহ উদ্ধার হয়। সেই সময় নিখোঁজ ছিল তলোয়ারদের পরিচারক হেমরাজ। দু’দিন পরে ওই বাড়িরই ছাদে জলের ট্যাঙ্ক থেকে হেমরাজের দেহ উদ্ধার হয়। অভিযোগ ওঠে, নিজের মেয়ে আরুষিকে খুন করেছেন রাজেশ ও নূপুর। মামলা চলে সিবিআই আদালতে। ২০১৩ সালে আরুষি হত্যা মামলায় তলোয়ার দম্পতিকে দোষী সাব্যস্ত করে সিবিআই আদালত। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ইলাহাবাদ হাইকোর্টে মামলা করেন রাজেশ ও নূপুর। আজ সেই রায় ঘোষণার দিন। তলোয়ার দম্পতি কি দোষী? নাকি দোষী নন? জানা যাবে আর কিছুক্ষণের মধ্যেই।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy