প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি পিটিআইয়ের সৌজন্যে।
প্রয়াত জননেত্রী জয়ললিতার দল এআইডিএমকে বিধায়ক। বর্তমানে তিনি তামিলনাড়ুর মিল্ক ও ডেয়ারি ডেভেলপমেন্ট দফতরের মন্ত্রী। তিনি কে টি রাজেন্দ্র বালাজি। সম্প্রতি তামিলনাড়ুর ভীরুধুনগর জেলায় এক জনসভায় বক্তৃতা করার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সম্বোধন করলেন ‘বাবা’ বলে। শুধু তাই নয় মোদীকে বাবা বলে ডাকার কারণ ব্যক্ত করেছেন তিনি।
ভীরুধুনগর জেলায় মহারাজাপুরমের জনসভায় বক্তৃতার পর সাংবাদিকদের তিনি বলেছেন, ‘‘মোদী আমাদের বাবা। ভারতের বাবা। আমরা তাঁর নেতৃত্ব গ্রহণ করছি।’’ কিন্তু তাঁর এই মন্তব্যের পর ওঠে প্রশ্ন। আসে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত জয়ললিতার প্রসঙ্গ। কারণ মোদীর সঙ্গে জোটে যেতে আগ্রহী ছিলেন না জয়ললিতা।
সেই প্রসঙ্গ উঠতেই তিনি বলেছেন, ‘‘আম্মার সিদ্ধান্ত ছিল আলাদা। কিন্তু সেই মহান নেত্রীর অনুপস্থিতিতে মোদীই আমাদের বাবা। ভারতের বাবা।’’
#WATCH Tamil Nadu Minister K T Rajendra Balaji: Amma's (Jayalalithaa) decisions were her own. So it was different, but in today's context due to absence of Amma, Modi is our daddy, he is our daddy, India's daddy. (8.3.19) pic.twitter.com/2zzETpaEIo
— ANI (@ANI) March 9, 2019
গত ১৯ ফেব্রুয়ারি ঘোষণা করা হয় আগামী লোকসভা নির্বাচনে জোট করে লড়বে বিজেপি ও এআইডিএমকে। এরপর এইআইডিএমকের মন্ত্রীর এই বক্তব্য অন্যমাত্রা যোগ করল তামিল রাজনীতিতে।
আরও পড়ুন: এলজিবিটিদের জন্য এইচআইভি ক্লিনিক চালু হল মুম্বইয়ে, দেশে এই প্রথম
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy