অরুণা শানবাগ-১৯৭৩: চরম নৃশংসতার চিহ্ন নিজের শরীরে নিয়ে ৪২ বছর জড় পদার্থের মতো বেঁচেছিলেন অরুণা শানবাগ। মুম্বইয়ের কিঙ্গ এডওয়ার্ড মেমোরিয়াল হাসপাতালের কর্মী ছিলেন অরুণা। তাঁরই সহকর্মী সোহনলাল বাল্মিকীর হাতে নিষ্ঠুর ভাবে ধর্ষিত হতে হয়েছিল অরুণাকে। সেই সময় সারা দেশে ঝড় তুলেছিল অরুণা শানবাগ ধর্ষণ মামলা। তবে ধর্ষণ নয়, অরুণাকে খুনের চেষ্টার অভিযোগে মাত্র ৭ বছর জেল খেটে বেপাত্তা হয়ে গিয়েছিলেন সোহনলাল। পরে অবশ্য এই অরুণাই ভারতে নিষ্কৃতি-মৃত্যু বিতর্কের অন্যতম মুখ হয়ে রয়ে গিয়েছেন।