ভারত জোড়ো যাত্রায় যোগ দিলেন এনসিপি-র সাংসদ সুপ্রিয়া সুলে। ছবি: পিটিআই
রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা মহারাষ্ট্রে পৌঁছলে এনসিপি সুপ্রিমো শরদ পওয়ার ও শিবসেনার উদ্ধব ঠাকরের তাতে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু পওয়ার হাসপাতালে ভর্তি। উদ্ধবের চিকিৎসকরাও তাঁকে অনুমতি দেননি। পওয়ারের বদলে আজ তাঁর কন্যা, এনসিপি-র সাংসদ সুপ্রিয়া সুলে ভারত জোড়ো যাত্রায় যোগ দিলেন। শুক্রবার উদ্ধব ঠাকরের পুত্র, শিবসেনার বিধায়ক আদিত্য ঠাকরে যাত্রায় যোগ দেবেন।
তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে দু’মাস আগে ভারত জোড়ো যাত্রা শুরুর সময় রাহুলের হাতে জাতীয় পতাকা তুলে দিয়েছিলেন ডিএমকে প্রধান এম কে স্ট্যালিন। দক্ষিণ ভারত পেরিয়ে সেই যাত্রা এ বার পশ্চিম ভারতে ঢুকছে। ডিএমকে-র পরে এনসিপি, শিবসেনার ভারত জোড়ো যাত্রায় যোগ দেওয়াকে সামনে রেখে কংগ্রেস নেতৃত্ব বিরোধী জোটের বার্তা দেওয়ার চেষ্টা করেছে। শিবসেনার সাংসদ সঞ্জয় রাউতকে ইডি যখন গ্রেফতার করে, সে সময় কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের কেউই তেমন জোরালো ভাবে তাঁর পাশে দাঁড়াননি। বুধবার মুম্বইয়ের বিশেষ আদালত রাউতকে জামিনের নির্দেশ দিয়ে বলেছিল, ইডি ক্ষমতার অপব্যবহার করে তাঁকে গ্রেফতার করেছিল। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে আজ বলেছেন, “রাউতের জামিনের নির্দেশ বিজেপি সরকারের প্রতিহিংসার রাজনীতির মুখোশ খুলে দিয়েছে। বিজেপি বিরোধী দলের নেতানেত্রীদের নিশানা করার সমস্ত সুযোগকাজে লাগিয়েছে।” খোদ রাহুল গান্ধী জনসভা এ বিষয়ে থেকে মন্তব্য করেছেন, “ইডি-সিডিকে কেউ ভয় না। বুঝে নিন ভাইসব।”
একই সুরে শরদ পওয়ার-কন্যা সুপ্রিয়া সুলে আজ মোদী সরকারকে নিশানা করেছেন। তাঁর বক্তব্য, সংবিধান বাঁচাতে এনসিপি বরাবরই বিরোধীদের পাশে দাঁড়িয়েছে। সংবিধানের স্বার্থেই দেশে রাজনৈতিক বিরোধীদের দরকার। বিকেলে নান্দেড়ে সুপ্রিয়ার সঙ্গে মহারাষ্ট্রের এনসিপি-র রাজ্য সভাপতি জয়ন্ত পাটিল, দলের নেতা জিতেন্দ্র আওহাদ এবং বলিউডের অভিনেতা সুশান্ত সিংহ রাহুলের সঙ্গে পা মেলান।
পওয়ারের যোগ দিতে না পারা নিয়ে কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, “উনি হাসপাতালে ভর্তি। রাহুল গান্ধী নিজে ওঁর সঙ্গে ফোনে কথা বলেছেন। আমিও কথা বলেছি। ডাক্তাররা তাঁকে তিন থেকে চার সপ্তাহ বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন। তাই পওয়ার ভারত জোড়ো যাত্রায় যোগ দিতে পারছেন না। আদিত্য ঠাকরে আগামিকাল যোগ দেবেন।” তামিলনাড়ু, কেরল, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা হয়ে গত সোমবার ভারত জোড়ো যাত্রা মহারাষ্ট্রে ঢুকেছে। মহারাষ্ট্রের পাঁচটি জেলার মধ্যে দিয়ে ১৫ দিন ধরে যাত্রা ৩৮২ কিলোমিটার চলবে। তারপরে মধ্যপ্রদেশ, অর্থাৎ পুরোপুরি হিন্দি বলয়ে ঢুকবে রাহুলের পদযাত্রা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy