বিচারপতি এমআর শাহ। ফাইল ছবি।
হিমাচল প্রদেশে গিয়ে হৃদ্রোগে আক্রান্ত হলেন সুপ্রিম কোর্টের বিচারপতি এমআর শাহ। তাঁকে ‘এয়ার অ্যাম্বুল্যান্সে’ দিল্লি উড়িয়ে আনা হচ্ছে। দিল্লিতে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হবে বলে সূত্রের খবর।
তাঁকে হিমাচল থেকে এয়ার অ্যাম্বুল্যান্সে উড়িয়ে এনে দিল্লিতে চিকিৎসার ব্যাপারে সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষ যোগাযোগ রাখছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে।
CJI NV Ramana has been in touch with Justice M R Shah and MHA for bringing him to Delhi for treatment: Sources
— Press Trust of India (@PTI_News) June 16, 2022
বিচারপতি শাহ পটনা হাই কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি। গুজরাত হাই কোর্টেও বিচারপতি হিসেবে কাজ করেছেন তিনি। ২০১৮-এর ২ নভেম্বর তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হন। ২০২৩-এর ১৫ মে তাঁর অবসর নেওয়ার কথা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy