Advertisement
১৩ নভেম্বর ২০২৪
Supreme Court

Justice MR Shah: হিমাচলে হৃদ্‌রোগে আক্রান্ত সুপ্রিম কোর্টের বিচারপতি এমআর শাহ, বিমানে আনা হচ্ছে দিল্লি

হিমাচল থেকে উড়িয়ে এনে দিল্লিতে তাঁর চিকিৎসার ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষ যোগাযোগ রাখছেন।

বিচারপতি এমআর শাহ।

বিচারপতি এমআর শাহ। ফাইল ছবি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৬ জুন ২০২২ ১৬:২৭
Share: Save:

হিমাচল প্রদেশে গিয়ে হৃদ্‌রোগে আক্রান্ত হলেন সুপ্রিম কোর্টের বিচারপতি এমআর শাহ। তাঁকে ‘এয়ার অ্যাম্বুল্যান্সে’ দিল্লি উড়িয়ে আনা হচ্ছে। দিল্লিতে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হবে বলে সূত্রের খবর।

তাঁকে হিমাচল থেকে এয়ার অ্যাম্বুল্যান্সে উড়িয়ে এনে দিল্লিতে চিকিৎসার ব্যাপারে সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষ যোগাযোগ রাখছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে।

বিচারপতি শাহ পটনা হাই কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি। গুজরাত হাই কোর্টেও বিচারপতি হিসেবে কাজ করেছেন তিনি। ২০১৮-এর ২ নভেম্বর তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হন। ২০২৩-এর ১৫ মে তাঁর অবসর নেওয়ার কথা।

অন্য বিষয়গুলি:

Supreme Court Justice Heart Attack
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE