মহাকুম্ভে পদপিষ্টের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসনকে সব রকম ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি, ত্রিবেণী সঙ্গমে ‘শাহি স্নান’ করতে আসা পুণ্যার্থীদের ‘সংযত’ থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর আর্জি, ‘‘কোনও গুজবে কান দেবেন না। যে যেখানে আছেন, কাছাকাছি ঘাটে স্নান করুন।’’
মৌনী অমাবস্যায় ‘শাহি স্নান’ উপলক্ষে মঙ্গলবার থেকে বিপুল সংখ্যক পুণ্যার্থী প্রয়াগরাজে হাজির হন। রাতের দিকে ভিড় আরও বাড়তে থাকে। মঙ্গলবার মাঝরাত থেকেই ত্রিবেণী সঙ্গমে স্নানের প্রস্তুতি শুরু হয়। একটা সময় অতিরিক্ত ভিড়ের চাপে ব্যারিকেড ভেঙে বিপত্তি ঘটে। হুড়োহুড়ি পড়ে যায় পুণ্যার্থীদের মধ্যে। চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। ভিড়ের চাপে অনেকেই পদপিষ্ট হন। এই ঘটনায় অনেকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত সরকারি ভাবে মৃতের সংখ্যা জানানো হয়নি।
ঘটনার পর পরই পরিস্থিতি সম্পর্কে জানতে যোগীকে চার বার ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু প্রধানমন্ত্রী নন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও যোগীকে ফোন করে পরিস্থিতির খবরাখবর নিয়েছেন। কেন্দ্রের তরফে সব রকম সাহায্যেরও আশ্বাস দিয়েছেন তিনি। ইতিমধ্যেই প্রশাসনের তরফে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। মহাকুম্ভের মেলাপ্রাঙ্গণে মাইকিং করে ভিড় এড়িয়ে চলার ঘোষণা করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। এ ছাড়াও, হেলিকপ্টার থেকে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।
আরও পড়ুন:
পদপিষ্টের ঘটনার পরই মহাকুম্ভে আগত পুণ্যার্থীদের উদ্দেশে যোগী আবেদন করেছেন সঙ্গমের দিকে না এগিয়ে কাছাকাছি ঘাটে স্নান করার। গুজবে কান না দিয়ে প্রশাসনের নির্দেশ মেনে চলার পরামর্শ দিয়েছেন তিনি।