Advertisement
০৩ নভেম্বর ২০২৪
Lakhimpur Kheri

Lakhimpur Kheri Case: লখিমপুর খেরি-কাণ্ড: মন্ত্রীপুত্রের জামিন বাতিল সুপ্রিম কোর্টে, নির্দেশ আত্মসমর্পণের

গত বছরের ৩ অক্টোবর লখিমপুর খেরিতে গাড়ি চাপা দিয়ে কৃষক হত্যার অভিযোগ উঠেছিল কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলে আশিসের বিরুদ্ধে। ৯ অক্টোবর অভিযুক্ত আশিসকে গ্রেফতার করা হয়। কিন্তু ইলাহাবাদ হাই কোর্টের লখনউ বেঞ্চে জামিনের আর্জি জানান আশিসের আইনজীবী এবং জামিন মঞ্জুর হয়। ফলে অভিযুক্ত জেল থেকে ছাড়া পেয়ে যান।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২২ ১১:০৮
Share: Save:

উত্তরপ্রদেশের লখিমপুর খেরির ঘটনায় কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলে আশিস মিশ্রের জামিন বাতিল করে দিল সুপ্রিম কোর্ট। একই সঙ্গে তাঁকে এক সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে আদালত।

ইলাহাবাদ হাই কোর্ট অভিযুক্ত আশিসের জামিনের নির্দেশ দিয়েছিল। সোমবার সুপ্রিম কোর্ট ইলাহাবাদ হাই কোর্টের নির্দেশ খারিজ করে দিয়ে জানিয়ে দেয়, আশিসকে জামিন দেওয়া যাবে না। ফলে আরও বিপাকে পড়লেন মন্ত্রীপুত্র।

গত বছরের ৩ অক্টোবর লখিমপুর খেরিতে গাড়ি চাপা দিয়ে কৃষক হত্যার অভিযোগ উঠেছিল আশিসের বিরুদ্ধে। ৯ অক্টোবর অভিযুক্ত তাঁকে গ্রেফতার করা হয়। কিন্তু ইলাহাবাদ হাই কোর্টের লখনউ বেঞ্চে জামিনের আর্জি জানান আশিসের আইনজীবী। জামিন মঞ্জুর করে আদালত। ফলে জেল থেকে ছাড়া পেয়ে যান আশিস। তার পর থেকেই জামিনে ছিলেন তিনি।

লখিমপুর খেরির মামলাটি এর পর সুপ্রিম কোর্টে পৌঁছয়। তখন আদালত এই কাণ্ডে একটি বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করে। তদন্তের রিপোর্ট অনুযায়ী, আশিস ৩ অক্টোবর ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। ওই দিন কৃষকেরা রাস্তায় দাঁড়িয়ে উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্যের বিরুদ্ধে ক্ষোভ দেখাচ্ছিলেন। সেই মুহূর্তে আশিস জনতার ভিড়ের মধ্যে দিয়ে জোর গতিতে গাড়ি চালিয়ে বেরিয়ে যান বলে অভিযোগ। জানা যায়, ঘটনাস্থলে উপস্থিত আট জন নিহত হন। নিহতদের মধ্যে চার জন কৃষকও ছিলেন।

এর পরই অভিযুক্ত আশিসের জামিন খারিজ করার জন্য রাজ্যকে দু’বার সুপারিশ করে সিট। কিন্তু রাজ্য তা মানেনি বলে অভিযোগ। ফলে আশিস জামিন পেয়ে বাইরে রয়েছেন।

অন্য বিষয়গুলি:

Lakhimpur Kheri Ashish Mishra Supreme Court Bail
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE