ইঞ্জিনে আগুন লেগে গিয়েছে।
ইঞ্জিনের আগুন নেভাতে গিয়ে চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হল সহকারী লোকো পাইলটের। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে মুম্বইগামী হাওড়া মেলে। মৃত ওই সহকারী লোকো পাইলটের নাম এস কে বিশ্বকর্মা (৩২)। তিনি বিহারের গয়ার বাসিন্দা।
ঠিক কী হয়েছিল?
দ্রুতগতিতে ছুটছিল ১২৮১০ মুম্বইগামী হাওড়া মেল। নাগপুর থেকে ৯০ কিলোমিটার দূরে তালনি ও ধমনগাঁওয়ের মাঝে হঠাত্ই ট্রেনের ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোতে দেখেন পাইলট ডি এল ব্রাহ্মে এবং সহকারী লোকো পাইলট এস কে বিশ্বকর্মা। আগুন নেভানোর চেষ্টা করতে গিয়ে ট্রেন থেকে পড়ে যান বিশ্বকর্মা। হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
দেখুন ভিডিও:
এই ঘটনায় যাত্রীদের কোনও ক্ষতি হয়নি। কারণ পাইলট ব্রাহ্মে আপত্কালীন ব্রেক কষে ট্রেনটিকে থামিয়ে দেন। তিনিও সামান্য চোট পেয়েছেন বলে রেল সূত্রে খবর। তবে অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিত্সকরা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy