ছবি টুইটার।
আবারও মাঝআকাশে বিমানে আগুন-আতঙ্ক! জবলপুরগামী স্পাইসজেটের বিমানের কেবিনে ধোঁয়া দেখা গিয়েছে। যার জেরে তড়িঘড়ি দিল্লিতে ফেরানো হল বিমানকে। সংবাদসংস্থা এএনআই সূত্রে এই খবর জানা গিয়েছে।
শনিবার সকালে বিমানের কেবিনে ধোঁয়া দেখতে পান ক্রু সদস্যরা। সে সময় মাটি থেকে বিমানটির উচ্চতা ছিল প্রায় পাঁচ হাজার ফুট। তার পরই দিল্লি-জবলপুরগামী বিমানকে ফেরানো হয়। নিরাপদেই বিমানটিকে দিল্লিতে ফেরানো হয়েছে বলে খবর। যাত্রীরাও সুস্থ আছেন বলে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে।
#WATCH | A SpiceJet aircraft operating from Delhi to Jabalpur returned safely to the Delhi airport today morning after the crew noticed smoke in the cabin while passing 5000ft; passengers safely disembarked: SpiceJet Spokesperson pic.twitter.com/R1LwAVO4Mk
— ANI (@ANI) July 2, 2022
গত মাসেই দিল্লিগামী স্পাইস জেটের বিমানে আগুন লাগার ঘটনা ঘটে। যে কোনও সময় ঘটে যেতে পারত বড় বিপত্তি। কোনও মতে রক্ষা পায় বিমানটি। এই ঘটনায় হতাহতের খবর মেলেনি। পটনার জয়প্রকাশ নারায়ণ বিমানবন্দরের কাছে জরুরি অবতরণ করেছিল বিমানটি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy