স্কুলের সিঁড়িতেও লেখা রয়েছে একই কথা। ছবি: টুইটার।
প্রিয়জনদের রাগ বা অভিমান ভাঙাতে অনেককেই ক্ষমা চাইতে দেখা যায়। কিন্তু ক্ষমা চাওয়ার জন্য আপনি কতটা জোর দিচ্ছেন তা নির্ভর করে আপনাকে বিপরীতে থাকা মানুষটি ক্ষমা করবেন কি না। কিন্তু বেঙ্গালুরুতে ক্ষমা চাওয়ার এক নিদর্শন হয়তো অবাক করবে। যা ইতিমধ্যেই নেটমাধ্যমে আলোড়ন ফেলে দিয়েছে।
বেঙ্গালুরুর শান্তিধামা স্কুলের বাইরের দেওয়াল থেকে শুরু করে সিঁড়ি, সর্বত্র লাল কালির আঁচড়ে ইংরেজিতে লেখা ‘সরি’। এমনকি, ‘সরি’ লেখা রয়েছে স্কুলের বাইরের রাস্তা জুড়েও। কিন্তু কেন, তা কেউ জানে না। কে করেছে তারও উত্তর নেই স্কুল কর্তৃপক্ষের কাছেও। সিসি টিভিতে শুধু দেখা যাচ্ছে ডেলিভারি বয়ের পোশাকে দু’জন এই কাণ্ড ঘটিয়েছেন। কিন্তু মুখ ঢেকে থাকায় তাঁদের মুখ সিসি টিভিতে স্পষ্ট নয়। কিন্তু এর পাশাপাশি ক্ষমা চাওয়ার এই ধরন নজর কেড়েছে নেটমাধ্যমেরও। এই ঘটনা হাসির খোরাকও তৈরি করেছে নেটমাধ্যম জুড়ে। বেশ কিছু মানুষ এই ঘটনাকে ‘পাগল প্রেমিক’-এর কাণ্ড বলে বর্ণনা করেছেন। আবার কেউ লিখেছেন বিরাট কোহলীর আরসিবি আইপিএল-এ হারবে জেনে আগে থেকেই ক্ষমা চেয়ে রেখেছে।
স্কুল কর্তৃপক্ষ পুরো বিষয়টি পুলিশকে জানানোর পর পুলিশ তদন্ত শুরু করেছে।
Karnataka | 'Sorry' painted all over the premises of a private school and on the streets surrounding it in Sunkadakatte
— ANI (@ANI) May 25, 2022
Two bike-borne persons were seen in the CCTV footage. Efforts on to identify and trace them: Dr Sanjeev Patil, DCP West Bengaluru pic.twitter.com/mbrbznwu7x
Behind the scenes. RCB apologizing in advance pic.twitter.com/fUqFLtHaYz
— Priyanshu Bhattacharya 🏏 (@im_Priyanshu_B7) May 25, 2022
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy