ভূপেন্দ্র ভিরা
জমি দখল ও বেআইনি নির্মাণের বিরুদ্ধে লড়াই চালাতে গিয়ে প্রভাবশালী প্রাক্তন কাউন্সিলরের সঙ্গে আইনি যুদ্ধে জড়িয়ে পড়েছিলেন মুম্বইয়ের তথ্যের অধিকার (আরটিআই) কর্মী ভূপেন্দ্র ভিরা। শনিবার রাতে সান্তাক্রুজে নিজের বাড়িতে আততায়ীর হাতে খুন হন ৭২ বছরের ওই বৃদ্ধ। তদন্তে নেমে রাজ্জাক খান নামে কংগ্রেসের ওই প্রাক্তন কাউন্সিলর এবং আমজাদ খান নামে আর এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাত ন’টা নাগাদ নিজের ঘরে বসে টিভি দেখছিলেন ভূপেন্দ্র। পুলিশ জানায়, সেই সময় খোলা দরজার বাইরে থেকে তাঁর মাথা লক্ষ করে গুলি চালায় কোনও আততায়ী। ওই সমাজকর্মীর স্ত্রী খুশবুর দাবি, রান্নাঘরে থাকলেও তিনি গুলির আওয়াজ শুনতে পাননি। ফলে মনে করা হচ্ছে, বন্দুকে সাইলেন্সর ব্যবহার করেছিল দুষ্কৃতী।
ভূপেন্দ্রর পুত্রবধূ বলেছেন, ‘‘রাজ্জাক খানের বেআইনি কারবার থাকলেও তিনি পুরসভার কর্মীদের ঘুষ দিয়ে মুখ বন্ধ রাখতেন। আমার শ্বশুর রুখে দাঁড়িয়েছিলেন। তাই তাঁকে খুন করা হয়েছে।’’ পুলিশ জানিয়েছে, সান্তাক্রুজের কলিনা এলাকায় বছর পাঁচ-ছয় ধরে জমি মাফিয়াদের বিরুদ্ধে আন্দোলন চালাচ্ছিলেন ভূপেন্দ্র। রাজ্জাকের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা করেছিলেন তিনি। ১৯৮৫ থেকে ১৯৯২ সাল পর্যন্ত বৃহন্মুম্বই পুরসভার কাউন্সিলর ছিলেন রাজ্জাক। অভিযোগ, রাজনৈতিক ছত্রচ্ছায়াতেই জমি জবরদখলে হাত পাকান তিনি। শোনা যাচ্ছে, এক সময় ভূপেন্দ্রর একটি দোকানও দখল করেছিলেন তিনি। এর পরেই আদালতে যান ভূপেন্দ্র। তাঁর অভিযোগের ভিত্তিতে রাজ্জাকের অফিস-সহ বেশ কয়েকটি একাধিক অবৈধ নির্মাণ ভেঙে দেয় পুরসভা। আরও ১০০টি বেআইনি নির্মাণ ভেঙে ফেলার নোটিস পাঠানো হয়। ভূপেন্দ্র বেশ কিছুদিন ধরেই খুনের হুমকি পাচ্ছিলেন বলে দাবি করেছেন প্রাক্তন আপ নেত্রী এবং সমাজকর্মী অঞ্জলি দামানিয়া। পুলিশও প্রাথমিক ভাবে জমি মাফিয়াদেরই হাত দেখছে। রাজ্জাক ছাড়া আরও ৬ জন তাদের সন্দেহ-তালিকায় রয়েছে বলে সূত্রের খবর। এর আগেও কখনও মহারাষ্ট্র, কখনও উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশে মাফিয়াদের হাতে খুন হয়েছেন একাধিক সাংবাদিক থেকে সমাজকর্মী। সন্দীপ কোঠারি, সঞ্জয় ত্যাগী, শেহলা মেহসুদদের পাশে এ বার জুড়ে গেল ভূপেন্দ্রর নামটাও।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy