Advertisement
০৪ জুলাই ২০২৪
Snake

পকেটে ঘাপটি মেরে বসেছিল সাপ, জামা পরে বিপত্তি জঙ্গল সফরের চালকের

জামা পরে ফেলার পর খেয়াল করেন, পকেটে রয়েছে সাপ। তখন হাড়হিম হওয়ার অবস্থা।

পকেট থেকে বার করা হল সাপ।

পকেট থেকে বার করা হল সাপ। — নিজস্ব চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০২ জুলাই ২০২৪ ২২:০১
Share: Save:

জামার ভিতরে সাপ। জানতে না পেরে সেই জামা পরে ফেলেছিলেন জঙ্গল সফরের চালক। শেষ পর্যন্ত সর্পবিদের চেষ্টায় বার করা হয় সেই সাপ। মহারাষ্ট্রের চন্দ্রপুরের তাডোবা ব্যঘ্র সংরক্ষণ কেন্দ্রের ঘটনা।

জঙ্গল সফরে গাড়ি চালান প্রমোদ। তাঁর বয়স ৪০ বছর। জামা পরে ফেলার পর খেয়াল করেন, পকেটে রয়েছে সাপ। তখন হাড়হিম হওয়ার অবস্থা। অবশেষে সর্পবিদ স্বর্ণ চক্রবর্তীর প্রচেষ্টায় সেই সাপ বার করা হয় জামা থেকে। স্বর্ণ জানান, সাপটি ফরস্টেইন্স ক্যাট স্নেক প্রজাতির। এই সাপ বিষহীন, তবে এর লালা ক্ষতিকারক। এরা গাছে থাকে। আর খুবই সরু, পাতলা হয়। ফলে এর উপস্থিতি বোঝা যায় না।

চালক জানিয়েছেন, তিনি জামা খুলে আগের রাতে ঘুমিয়েছিলেন। সাপটি জমায় ঢুকে পড়ে। সাফারিতে এসে এই ঘটনার কথা জানতে পেরে পর্যটকেরাও ভয় পেয়ে যান। যদিও সাপ জামা থেকে বার করার পর চালক পর্যটকদের নিয়ে জঙ্গল সফরে বেরিয়ে যান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Snake Tadoba Andhari Tiger Project
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE