Shweta Ratanpura wins medal at world skills as the first Indian female dgtl
Shweta Ratanpura
তরুণীর কুর্নিশযোগ্য কৃতিত্বে আন্তর্জাতিক মঞ্চে উদ্ভাসিত ভারত
প্রতিযোগিতায় ৬৩টি দেশ থেকে ১৩৫০ জনের বেশি প্রতিযোগী অংশ নিয়েছিলেন। অংশগ্রহণকারী দেশগুলির মধ্যে ভারতের স্থান ১৩ নম্বরে। ২০১৭ সালে আবুধাবিতে এই প্রতিযোগিতায় মোট ১১টি পদক নিয়ে ভারতের স্থান ছিল উনিশ নম্বরে।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০১৯ ১৪:৩৫
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১০
পি ভি সিন্ধু, হিমা দাস-দের পরে ফের এক ললনার কৃতিত্বে আন্তর্জাতিক মঞ্চে উদ্ভাসিত দেশের মুখ। তবে এ বার আর ক্রীড়ায় নয়। সম্পূর্ণ অন্য এক ক্ষেত্রে দেশবাসীকে গর্বিত করলেন মহারাষ্ট্রের শ্বেতা রতনপুরা।
০২১০
ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাইন থেকে প্রশিক্ষিত শ্বেতা যোগ দিয়েছিলেন ওয়ার্ল্ড স্কিলস ২০১৯-এ। সম্প্রতি রাশিয়ার কাজানে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল ২২ থেকে ২৭ অগস্ট।
০৩১০
এই প্রতিযোগিতায় থ্রি ডি গেম আর্ট, ওয়েব ডিজাইন, ওয়াটার টেকনোলজি, ফ্যাশন টেকনোলজি-সহ বিভিন্ন বিষয় থাকে। শ্বেতা ব্রোঞ্জ পদক পেয়েছেন গ্রাফিক ডিজাইন ক্যাটেগরিতে। এই প্রথম কোনও ভারতীয় মহিলা ওয়ার্ল্ড স্কিলস-এ পদক লাভ করলেন।
০৪১০
প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন মোট ৪৮ জন ভারতীয় প্রতিযোগী। তাঁদের হাত ধরে দেশে এসেছে ১৯ টি পদক।
০৫১০
১৯টি পদকের মধ্যে আছে একটি সোনা, একটি রুপো এবং দু’টি ব্রোঞ্জ পদক। বাকিগুলি মেডেল অব এক্সেলেন্স।
০৬১০
প্রতিযোগিতায় ৬৩টি দেশ থেকে ১৩৫০ জনের বেশি প্রতিযোগী অংশ নিয়েছিলেন। অংশগ্রহণকারী দেশগুলির মধ্যে ভারতের স্থান ১৩ নম্বরে।
০৭১০
২০১৭ সালে আবুধাবিতে এই প্রতিযোগিতায় মোট ১১টি পদক নিয়ে ভারতের স্থান ছিল উনিশ নম্বরে।
০৮১০
এ বারের ওয়ার্ল্ড স্কিলস প্রতিযোগিতা ভারতের জন্য স্মরণীয় আরও একটি কারণে। তা হল এ বছরই প্রথম এই মঞ্চে স্বর্ণপদক জয়ী হলেন কোনও ভারতীয়। ওয়াটার টেকনোলজি কনটেস্টে সোনা জিতেছেন ভুবনেশ্বরের অশ্বত্থ নারায়ণ।