Advertisement
২০ জানুয়ারি ২০২৫
Eknath Shinde

বিজেপির প্রতি বিরক্ত! ২২ বিধায়ক, ৯ সাংসদ ছাড়তে চান শিন্ডের সঙ্গ! দাবি সামনায়

শিবসেনার উদ্ধবপন্থীদের মুখপত্র সামনায় দাবি করা হয়েছে একনাথ শিন্ডে শিবিরের একাধিক সাংসদ, বিধায়ক বিজেপির বিমাতৃসুলভ আচরণে বিরক্ত। তাঁরা সকলেই দল ছাড়তে চান।

file image

মহারাষ্ট্রে বিজেপি-শিবসেনা সরকারে অসন্তোষের ছোঁয়া। — ফাইল ছবি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ৩০ মে ২০২৩ ১৬:১৪
Share: Save:

বিজেপির বিমাতৃসুলভ আচরণে বিরক্ত শিবসেনার একনাথ শিন্ডে শিবিরের ২২ বিধায়ক এবং ৯ সাংসদ শিবির ছেড়ে বেরিয়ে যেতে চান। ছাপার অক্ষরে এমনই দাবি করা হল শিবসেনার উদ্ধব শিবিরের মুখপত্র ‘সামনা’য়। সেখানে দাবি করা হয়েছে, মহাবিকাশ আঘাডী জোট ভেঙে বিজেপির সঙ্গে গেলেও নির্বাচনী কেন্দ্রের জন্য কিছুই কাজ করতে পারছেন না জনপ্রতিনিধিরা। বিজেপির সঙ্গে জোটে থেকে তাঁদের দমবন্ধ অবস্থা বলেও দাবি করা হয়েছে।

মহারাষ্ট্রে রাজনৈতিক তুফান ওঠার ইঙ্গিত মিলেছিল আগেই। যখন এনসিপি নেতা অজিত পওয়ারের গতিবিধি নিয়ে প্রশ্ন উঠেছিল। কিন্তু শরদ পওয়ারের ‘মাস্টারস্ট্রোকে’ অজিতকে নিরস্ত করা গিয়েছিল। এ বার আবার তোলপাড়ের ইঙ্গিত মহারাষ্ট্রে। শিবসেনার উদ্ধব শিবিরের মুখপত্র সামনায় লেখা হয়েছে, একনাথ শিন্ডে যে জনপ্রতিনিধিদের ভাঙিয়ে বিজেপির সঙ্গে মিলে সরকার গড়েছিলেন, তাঁদের একটি বড় অংশের ধৈর্যচ্যুতি ঘটেছে। বিজেপির সঙ্গে ঘর করতে গিয়ে দমবন্ধ হয়ে আসছে তাঁদের। সামনার দাবি, ২২ বিধায়ক এবং ৯ সাংসদ শিন্ডে শিবিরে থাকতে চাইছেন না। তাঁরা সকলেই বিজেপির বিমাতৃসুলভ আচরণে বিরক্ত হয়ে দল ছাড়ার কথা ভাবছেন।

সোমবার সামনায় তুলে আনা হয়েছে ‘বিদ্রোহী’ তথা প্রবীণ শিবসেনা নেতা গজানন কীর্তিকরের সম্প্রতি বলা কিছু মন্তব্যকেও। যেখানে গজানন স্পষ্ট জানিয়েছিলেন, বিজেপির ব্যবহারে তাঁরা বিরক্ত। পাশাপাশি শিন্ডে শিবিরের বিধায়ক, সাংসদেরা যে নিজেদের নির্বাচনী কেন্দ্রের জন্য কোনও কাজই করতে পারছেন না, তা-ও অভিযোগের সুরে উঠে এসেছে গজাননের মুখে।

সামনায় লেখা হয়েছে, ‘‘আত্মসম্মান এবং সম্মানবোধ টাকা দিয়ে কেনা যায় না। এটা আরও এক বার প্রমাণ হয়ে গেল। কীর্তিকরের দাবি, তাঁর দল ২২টি লোকসভার আসনে লড়াই করতে চায়। তার মানে, তাঁরা বিজেপির কাছে আসনের দাবিও জানিয়েছেন। যদিও বিজেপি তাঁদের পাঁচ থেকে সাতটির বেশি আসন দিতে রাজি নয়।’’

মহারাষ্ট্রের রাজনীতি নতুন কোনও মোড় নিতে চলেছে? রাজনৈতিক পর্যবেক্ষকদের অবশ্য দাবি, লোকসভা ভোট যতই এগিয়ে আসবে, এই দ্বন্দ্ব আরও বৃদ্ধি পাবে। এখন প্রশ্ন হল, বিজেপি বনাম শিন্ডে শিবিরের বিবাদের ডিভিডেন্ড উদ্ধব শিবির ভাঁড়ার ভরতে পারবে কি?

অন্য বিষয়গুলি:

Eknath Shinde Uddhav Thackarey Debendra Farnabis BJP Shiv Sena
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy